আপনি রোজা আছেন সেটা অন্যদের বোঝানোর ১০টি ট্রিক্স

১৮২৭ পঠিত ... ১৬:৩২, এপ্রিল ১৪, ২০২১

আপনি রোজা আছেন এইটা বুঝানো অনেক ক্ষেত্রেই দরকার হয়ে পড়ে... পরোক্ষ ধুমপান থেকে বাঁচতে, রোজা 'হালকা' হয় এমন কিছু থেকে সাবধান থাকতে, কিংবা হতে পারে, শুধুই অন্যকে বুঝানোর জন্য। সরাসরি না বলে অন্যভাবে বুঝানোর জন্য কিছু ট্রিক্স শিখে নিন-

roja

১# সারা বছর টুপি না পরলেও বা আপনি 'টুপি পারসন' না হলেও রমজানের শুরু থেকেই টুপি পরে থাকুন। এই সাইন দেখলে অন্যরা এমনিই বুঝে নেবে... (মেয়েরা টুপির বদলে মাথায় কাপড় দিতে পারেন।)

২# বারবার থু থু ফেলুন। অথবা থুথু ফেলার জায়গা খোঁজ নিন।

৩# 'ধুর রোজাটা হালকা হয়ে গেল আমার' এই ডায়লগটা প্রয়োজনে অপ্রয়োজনে নানান জায়গায় প্রয়োগ করুন, যেমন- হাহাহা এত হাসিয়ো না রোজা হালকা হয়ে গেল আমার...

৪# পরিস্থিতি যাই হোক, অন্যদেরকে 'রোজার মাসেও এইসব করো' বলে জ্ঞান দিতে থাকুন।

৫# বাসার টিভি অফ করে দেন। পিচ্চিরা দেখতে থাকলেও চ্যানেল চেঞ্জ করে পিস টিভি দিয়ে দেন (যদিও আপনি সচরাচর সেটা দেখেন না)।

৬# রেগে গেলে কাউকে 'ইফতারের পরে দেখা করিস, এখন দেইখা বাইচা গেলি' বলেন।

৭# হাতে নিমের ডাল বা মেসওয়াক নিয়ে ঘুরতে পারেন।

৮# বাজারে জিনিসপত্র কিনতে গেলে বলুন 'এখন তো খায়া দেখতে পারবো না, ভালো জিনিস দিও'।

৯# সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস কমেন্টে সেহেরি ও ইফতার নিয়ে কথা বলুন।

১০# কেউ খাবারের ছবি শেয়ার করলে এংরি রিয়্যাক্ট দিন। কমেন্টে আপত্তিও প্রকাশ করতে পারেন।

১৮২৭ পঠিত ... ১৬:৩২, এপ্রিল ১৪, ২০২১

Top