উনারা কুশপুত্তলিকা নিয়ে দৌড়াচ্ছেন কেন? জেনে নিন সম্ভাব্য ১০টি কারণ

৬৩৫ পঠিত ... ১৭:২৪, মার্চ ২৪, ২০২১

chatroleague kushputtolika

২৩ মার্চ ফেসবুকে একটি ছবি দেখা যায়, যেখানে একটি কুশপুত্তলিকা হাতে নিয়ে দৌড়ে যাচ্ছেন কিছু দেশি ভাই। অভিযোগ উঠেছে, প্রগতিশীল ছাত্রজোটের উপর হামলা চালিয়ে তাদের কাছে থাকা মোদীর কুশপুত্তলিকা নিয়ে ভায়েরা ভেগে যান। কিন্তু আমরা এই কথা একেবারেই বিশ্বাস করি না। কেন দৌড়াচ্ছেন এই ভাইরা? আমরা ভাবতে চেষ্টা করেছি কিছু সম্ভাব্য কারণ, আপনারাও কিছু ভাবলে (কমেন্টবক্সে) কইয়েন। 

kushputtolika
১# কুশপুত্তলিকাটা হয়তো অসুস্থ। তাই একটি মূমূর্ষূ কুশপুত্তলিকাকে জরুরি ঔষধ সরবরাহ করতে নিয়ে যাচ্ছেন।

২# মোটা শরীরে মারামারি করতে সমস্যা, খাটনিও বেশি। অনেকেই তাই শার্টের বোতাম খুলে মারামারি করেন। তাই কাজটা সহজ করতে মেদ ঝরানোর জন্য দৌঁড়াচ্ছেন এই ফিটনেস সচেতন ভাইয়েরা।

৩# এখানে আল্ট্রা ম্যারাথন চলছে। ম্যারাথনে মানুষের পাশাপাশি কুশপুত্তলিকাও দৌড়াচ্ছে।

৪# সামনের অলিম্পিকে উসাইন বোল্টকে হারানোর জন্য প্র্যাকটিস করছেন কিছু বাংলাদেশি অ্যাথলেট।

৫# উনারা একটা হেলমেটের খোঁজে দৌঁড়াচ্ছেন। নিজের জন্য না, তারা কুশপুত্তলিকাকে পরাবেন।

kushpottolika chatroleague

৬# ফরেস্ট গাম্প সিনেমার বাংলাদেশি রিমেকের শুটিং চলছে। 

৭# জোরে জোরে দ্রুত পা ফেলে তারা আক্ষরিক অর্থে ‘রাজপথ কাঁপানো’র চেষ্টা করছেন। 

৮# করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনার হাত থেকে পালিয়ে বেঁচে যেতে চেষ্টা করছেন।

৯# ভাইয়েরা সম্ভবত মাস্ক পরেননি। মোবাইল কোর্টের হাত থেকে বাঁচতে দৌঁড়াচ্ছেন।

১০# ওনারা নষ্টালজিক হয়ে আরসি কোলার ‘ভাইসাব হবরে খান’ বিজ্ঞাপনের পারফর্মিং আর্ট করছেন।

৬৩৫ পঠিত ... ১৭:২৪, মার্চ ২৪, ২০২১

Top