একটু অন্যভাবে প্রোপোজ করতে চান? জেনে নিন প্রোপোজ করার ১২টি অন্যরকম উপায়

১৫৭৩৯ পঠিত ... ১৮:১৭, ফেব্রুয়ারি ০৮, ২০২০

একটা প্রেম শুরুর প্রথম ধাপই হচ্ছে প্রোপোজ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না; সরাসরি এটা বলেই প্রোপোজ করে আপনি নিশ্চয়ই ক্রাশের সামনে ইমপ্রেশন নষ্ট করতে চান না? একটু অন্যভাবে প্রোপোজ করার কথা ভাবলে আবার অনেকেরই মাথায় আসে 'জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কী বলো তো' এই টাইপ জিনিস! ভাই, এইসব পুরান হয়ে গেছে। প্রোপোজে নিয়ে আসুন উদ্ভাবন ও সৃজনশীলতা। কে জানে, আপনার অন্যরকম প্রোপোজ দেখে আপনাকে ‘না’ বলে দিবে ভেবে রাখা মানুষটাও ‘হ্যা’ বলে দিতে পারে, কিংবা প্রোপোজ করার ধরন ভালো না হলে আপনার প্রেমে ফিদা হয়ে থাকা মানুষটাও আপনাকে ‘না’ বলে দিতে পারে। সামনে ভ্যালেন্টাইন, তাই দ্রুত জেনে নিন eআরকির প্রোপোজ গবেষক দলের (এদের সবাই সিঙ্গেল) বিশেষ সাজেশন... অন্যরকমভাবে প্রোপোজ করার ১২টি অন্যরকম টেকনিক।

 

১# ১৪ ফেব্রুয়ারি তোমার সঙ্গে এক্সট্রা ক্লাস করতে চাই।

২# তোমার বাচ্চাকাচ্চা আর আমার বাচ্চাকাচ্চার জন্মদিন কিন্তু চাইলে আমরা প্রতিবছর একইদিনে একইসাথে পালন করতে পারি!

৩# তুমি কি ফেসবুক? তোমাকে দেখার পর সেই যে তোমাতে লগ ইন দিলাম, লগ আউট করতেই পারছি না... সারাদিন তোমাতেই পড়ে থাকি।

৪# তোমার নামটা কি আমি ফেসবুকের পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারি?

৫# সারাজীবনের জন্য একজন রুমমেট খুঁজছি। তুমি আগ্রহী?

৬# তোমার আম্মুকে শাশুড়ি হিসেবে খুবই পছন্দ হইছে। শ্বশুর হিসেবে তোমার বাবা কেমন?

৭# আমার মা নিজেকে পৃথিবীর সেরা শাশুড়ি দাবি করে। এটা প্রমাণের জন্য তার একটা সাবজেক্ট লাগবে, তুমি আগ্রহী হলে দ্রুত জানাও।

৮# আমাদের বাবুর ডায়াপার চেঞ্জ করতে কোন শিফটে ডিউটি নিতে চাও? রাতে নাকি দিনে?

৯# অনেকগুলো চকলেট আর টেডি কিনে রেখেছি। যথাক্রমে কাল ও পরশু তোমাকে দিতে চাই।

১০# তুমি কি সূর্য? আমার পৃথিবী তোমাকে কেন্দ্র করে ঘুরতে চায় ক্যান?

১১# তোমার সিগনেচারটা সুন্দর! আমার বাচ্চার স্কুলের রিপোর্ট কার্ডে মায়ের সিগনেচারর জায়গায় তোমারটা ব্যবহার করতে চাই!

১২# চলো পৃথিবীর জনসংখ্যা নিয়ন্ত্রণে একটা উদ্যোগ গ্রহণ করি। দুজনে আলাদা আলাদা করে সন্তান না নিয়ে একসাথে নিই। তাহলে তোমার একটি সন্তান আমার একটি সন্তান মিলে ১টি সন্তানই হবে...

১৫৭৩৯ পঠিত ... ১৮:১৭, ফেব্রুয়ারি ০৮, ২০২০

Top