প্রেমে পড়লে ক্রাশকে মনের কথা জানাতে মন চাইবে, তাই তো স্বাভাবিক। কিন্তু প্রত্যাখানের ভয় কাটিয়ে ওঠাটাই আসল সমস্যা। যেকোনো প্রেম নিবেদন প্রক্রিয়াই প্রত্যাখ্যানের দিকে তো যেতে পারেই, এমনকি ক্ষেত্রবিশেষে 'মাইর খাওয়ার' সম্ভাবনাও তৈরি হতে পারে। এইসব রিস্ক এড়িয়ে কীভাবে প্রপোজ করবেন? eআরকির 'প্রপোজ' গবেষক দল আপনাকে জানাচ্ছে এমন কিছু পদ্ধতি!
১# প্রপোজ করার সময় অবশ্যই আড়ালে একজন ক্যামেরাম্যান ফিট করে রাখবেন। ক্রাশ আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে অবশ্যই ক্যামেরাম্যান আড়ালেই থেকে যাবে। আর একসেপ্ট না করলে ক্যামেরাম্যানকে দেখিয়ে বলবেন, ‘ইয়ে, আসলে এটা একটা প্র্যাংক ছিলো। ঐ যে দেখেন ক্যামেরাম্যান।’
২# আপনার ক্রাশকে প্রপোজ করার পর যদি সে রিজেক্ট করে, তাহলে তাকে বলবেন যে আপনি আপনার ‘সত্যিকারের’ ক্রাশকে প্রপোজ করার জন্য তার সাথে প্রপোজের ট্রায়াল দিয়েছেন। কাজ না হওয়াতে তার কাছেই প্রপোজ করার টিপস চাইতে পারেন।
'
৩# ভালোবাসার কথা জানানোর পর আপনার ক্রাশ যদি নেতিবাচক রিঅ্যাকশন দেয়, তাহলে বলুন, আপনার ফ্রেন্ড তার উপর ক্রাশ খেয়েছে। আপনি সিঙ্গেল কিনা তা যাচাই করতে আপনাকে ফেক প্রপোজ করতে বলেছে…
৪# কবিতার পংক্তি দিয়ে তাকে প্রপোজ করার পর যদি রিজেক্টেড হন, তবে ইন্সট্যান্ট আরো কয়েক লাইন যোগ করে কবিতার মতো বানিয়ে নিন। এরপর বলুন এটি আপনার নতুন বইয়ের কবিতা, বইমেলায় পাওয়া যাচ্ছে।
৫# এছাড়া আপনি বলতে পারেন, আপনার পাজি বন্ধুরা প্র্যাক্টিকাল জোক হিসাবে আপনাকে হিপনোটাইজ করে প্রপোজ করতে পাঠিয়েছে। আপনি এ ব্যাপারে একেবারেই অজ্ঞ। পরে সত্যিই প্রেম হয়ে গেলে বলবেন- ঠিকই তো বলেছিলাম, আমি হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম, তোমার প্রেমে…’
৬# ইনবক্সে নিবেদন করা প্রেমে ব্যর্থ হলে আপনি বলতে পারেন, আপনার প্রোফাইলটি হ্যাক হয়েছিল, কিংবা আপনার কাজের ছেলে আপনার ফোন নিয়ে এসব লিখেছে। (পুরোনো পদ্ধতি, বিশ্বাস নাও করতে পারে। রিস্কিও বটে, এরপর সত্যিই আপনার কাজের ছেলে বা কাজের মেয়ের সঙ্গে আপনার ক্রাশের কিছু হয়ে গেলে আরেক বিপদ…)
৭# ক্রাশকে বলুন, ১৪ ফেব্রুয়ারি তোমার সাথে এক্সট্রা ক্লাস করতে চাই। এরপর সে পজিটিভ রিঅ্যাকশান না দিলে তাকে বলবেন, আপনি অমুক সাবজেক্টে দুর্বল, তার সাথে একটু বসে কিছু ব্যাপার ক্লিয়ারলি বুঝতে চান!
৮# রিজেক্ট হওয়ার পর হঠাৎ ঝাঁকি খেয়ে জেগে ওঠার ভান করতে পারেন। তাকে বলতে পারেন, আপনি আসলে স্লিপওয়াকিং করছিলেন। স্বপ্নের মধ্যে কী না কী বলে ফেলেছেন জানেন না। আপনি ঘুমে থাকলে আপনার আবার হিসাব থাকে না।
৯# প্রেম নিবেদন করার পর যদি দেখেন পরিস্থিতি বেশ খারাপ, তাহলে বলুন আপনি ক্লোজ আপের একটা প্রেমের নাটকে অভিনয়ের অফার পেয়েছেন। সারাদিন প্র্যাকটিস করতে করতে ক্যারেক্টারে একটু বেশিই ঢুকে যাওয়ায়...
১০# ঘটনা বেশি বেগতিক হয়ে গেলে বলুন, আপনি eআরকি করছেন! eআরকি নামে একটা লেম ওয়েবসাইট দিনরাত ঘাটতে ঘাটতে এমন বদভ্যাস হয়ে গেছে, সিরিয়াস সব ব্যাপার নিয়েও eআরকি করে ফেলেন... (তবে eআরকি ফলো করেন সে কারণে মাইর খেলে আমরা কোনোভাবে দায়ী নই!)।