যে ১০টি প্রশ্নের উত্তর সম্পর্কে দেবী সিনেমার রানুও অনুমান করতে পারে না

৪৮৮৬ পঠিত ... ১৬:৩৮, অক্টোবর ২৫, ২০১৮

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘দেবী’ যারা ইতোমধ্যে দেখে ফেলেছেন, রানু চরিত্রের (জয়া আহসান অভিনীত) অলৌকিক ‘অনুমান দক্ষতা’ সম্পর্কে তারা নিশ্চয়ই জানেন। যারা সিনেমা দেখেননি কিন্তু বইটি পড়েছেন, তাদেরও রানু চরিত্র এবং তার সিক্সথ সেন্স সম্পর্কে ধারণা থাকার কথা। যারা সিনেমা কিংবা বই, কোনোটাই দেখেননি কিংবা পড়েননি, তারাও বন্ধুদের আড্ডা-আলোচনায় এরই মধ্যে রানু সম্পর্কে জেনে যাওয়ার কথা। রানু অনেক কিছু সম্পর্কেই জানে বা বলতে পারে, যা তার কিংবা কারোরই জানার কথা না। তবে এমন কিছু তথ্য নিশ্চয়ই আছে, যে সম্পর্কে রানুর অলৌকিক ক্ষমতাও কিছু জানাতে অক্ষম। দৈনন্দিন জীবনের আনাচে-কানাচে উঁকি দিয়ে এমন কিছু প্রশ্নই খুঁজে বের করেছে eআরকির ‘জানা নেই অনেক কিছু’ গবেষক দল, যেসব প্রশ্নের উত্তর রানু কিংবা রানুর দেবী, কেউই দিতে পারবেন না!

১. নিরাপদ প্রশ্নপত্রে নিরাপদ পরীক্ষা কবে নাগাদ হতে পারে?

প্রশ্নপত্র কীভাবে ফাঁস হয়? এর প্রতিকার কী? কবে নাগাদ প্রশ্নপত্র আর ফাঁস হবে না? এসব প্রশ্নের উত্তর রানুও জানেন কিনা, আমাদের জানা নেই।

 

 

২. ধানমন্ডি থেকে উত্তরা যেতে কতদিন লাগবে?

ধানমন্ডি থেকে উত্তরা কিংবা মতিঝিল থেকে মিরপুর যেতে ঠিক কত সময় লাগবে, এ সম্পর্কে যদি রানু নির্ভুল অনুমান করতে পারে, তাহলে হয়তো মিসির আলীও রানুর অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করতে বাধ্য হবেন।

 

৩. আপনার ক্রাশ কি সিঙ্গেল?

ক্রাশ কি সিঙ্গেল না ডাবল, তার বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড আছে কিনা, স্বয়ং ক্রাশ ছাড়া সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না, এমনকি ক্রাশ নিজেও না (আপনাকে এভয়েড করার জন্য সে নিজের সিঙ্গেল তো নাও জানাতে পারে!)।

 

৪. ঢাকার কোন এলাকায় ব্যাচেলর বাসা পাওয়া যায়?

রানুরা যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাড়িওয়ালার বাড়িতেও কিন্তু কোনো ব্যাচেলরের অস্তিত্ব সিনেমা কিংবা উপন্যাস, কোথাও খুঁজে পাওয়া যায়নি!

 

 

৫. বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া ছেলেটি বা মেয়েটি আসলে কোন ভর্তি কোচিং এ পড়েছিলো?

ঢাবি, বুয়েট কিংবা শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী নিজেও ভুলে যান, তিনি ঠিক কোন কোচিং-এ পড়তেন। এ ব্যাপারে কথিত আছে যে, শার্লক হোমস একবার ঢাবিতে ফার্স্ট হওয়া শিক্ষার্থী আসলে কোন কোচিং-এ পড়েছিলো সে ব্যাপারে তদন্ত করতে বের হয়েছিলেন। পরবর্তীতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হিসেবে নিজের ছবি বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে দেখে তিনি কেসটি মাঝপথেই ছেড়ে দেন।

 

৬. বাংলাদেশ-ইন্ডিয়া ম্যাচের আম্পায়ার কি নিরপেক্ষ থাকেন?

রানু যদি এ বিষয়ে কিছু জেনেও থাকে, বাংলাদেশ-ইন্ডিয়া ম্যাচ চলাকালে ফেসবুকে ঢুকলে নিশ্চয়ই এতদিনে কনফিউজড হয়ে যাওয়ার কথা!

 

৭. জয়া আহসানের বয়স কত?

রানু কিংবা জয়া আহসান, কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা, বলা কঠিন।

 

৮. কোন ঈদের পর বি.এন.পি আন্দোলনে নামতে পারে?

ঈদ আসে, ঈদ যায়, বিএনপির আন্দোলন আর আসে না। দেবী সিনেমার শুটিং শুরু হওয়ারও বছরখানেক আগে থেকে যে আন্দোলনের কথা শোনা গিয়েছিল, এখনো কোথাও তা খুঁজে পাওয়া যায়নি।

 

৯. ব্যাংকের ভল্টে সোনা রাখলে মাটি হয়ে যায় কেন?

এই প্রশ্নের উত্তর রানু নিশ্চয়ই জানে না। তবে রানুর অতিপ্রাকৃত গাইড মানে ‘দেবী’ জানলেও জানতে পারেন।

 

১০. দেবী সিনেমার ডাউনলোড লিংক

এটা রানু জানে না, এবং জানলেও আপনাকে জানাবে না। যান, হলে গিয়ে সিনেমা দেখে আসুন!

৪৮৮৬ পঠিত ... ১৬:৩৮, অক্টোবর ২৫, ২০১৮

Top