সিঙ্গেলরা যেভাবে ভ্যালেন্টাইন সপ্তাহ কাটাবেন : একটি eআরকি ভ্যালেন্টাইন গাইড

৩২০৭ পঠিত ... ২১:৩২, ফেব্রুয়ারি ১২, ২০১৮

ফেব্রুয়ারি মাসের অর্ধেকটা জুড়েই দিবসের ছড়াছড়ি। তার মধ্যে বেশির ভাগই আবার প্রেম-ভালোবাসা সংক্রান্ত। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়ে যায় সাত দিনব্যাপী ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’। রোজ ডে, হাগ ডে, কিস ডে কতরকম দিবস সপ্তাহজুড়ে! এসব দিবসে কাপলরা নাহয় হাগ কিস ইয়ে, যাই হোক, নানান কিছু করার সুযোগ রয়েছে। কিন্তু ব্যাচেলর কিংবা সিঙ্গেলরা? কীভাবে কাটাবেন এই গোটা সপ্তাহ, একেকটি দিবস? তবে কি ফেসবুক ডিএক্টিভেট করে ঘরের কোনে হতাশ হয়ে বসে থাকবেন তারা?

অলংকরণ: মারজুক রিফাত

ব্যস, দেখুন, কী সুন্দর কাটিয়ে দিলেন একটা গোটা ভ্যালেন্টাইন সিজন? ভালো লাগছে না? সিঙ্গেলদের ভ্যালেন্টাইন এমনে মনে মনেই কাটানো লাগে!

সতর্কতা: ১৪ ফেব্রুয়ারি রাতে ফেসবুকে হোমপেজে যাবেন না। কাপলদের ছবি দেখতে দেখতে পুরো সপ্তাহজুড়ে চালানো এই পুরো সাধনা চুরমার হয়ে যাবে। বুকে উপচে আসবে কান্নার স্রোত, নিজের অজান্তেই বিড়বিড় করে গেয়ে উঠবেন, 'প্রেমের সমাধি ভেঙে...'

৩২০৭ পঠিত ... ২১:৩২, ফেব্রুয়ারি ১২, ২০১৮

Top