রাত দুইটা। হুদাই নিউজফিড স্ক্রল করছি। এক বন্ধুর স্ট্যাটাসে চোখ আটকে গেল।
বন্ধু লিখেছে: feeling true love
অনেক হতাশার অবসানে আজ আশার দেখা পেলাম। ধন্যবাদ ফারিহা, আমাকে সত্যিকারের ভালোবাসার ফিলিংস দেওয়ার জন্য। আই লাভ ইউ সো সো মাচ টুনটুনি পাখি! তোমার দেখা না পেলে ভালোবাসা কী বুঝতাম না।
তারপর শ’খানেক ভালোবাসার ইমোজি।
বন্ধুকে টেক্সট করলাম।
: মামা, ভালোই তো পার্টে আছ। ট্রিট দিবা কবে?
: আর কইস না মামা? ট্রিট তো দিমু। আগে প্রেমটা ঠিকমত হইতে দে।
: পরিচয় হইলো কবে? কীভাবে?
: গত পরশু। টিএসসির মোড়ে দাঁড়িয়ে ছিল। আমি দেখে পুরাই ফিদা। যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। নাম্বার কালেক্ট করে ভালোলাগার কথা জানালাম। অ্যাকসেপ্ট করেছে। আমি ওরে ছাড়া বাঁচব নারে দোস্ত।
: মেয়ে কেমন?
: অন্য কার কাছে কেমন জানি না। কিন্তু ও আমার পৃথিবী। আমরা একসাথে বুড়ো হবো।
: সাউন্ডস গুড। খুব ভালো।
: ওকে দোস্ত। বাই। কাল সন্ধ্যায় আবার ডেটিং আছে!
পরের দিন রাতে বন্ধুর স্ট্যাটাস: feeling annoyed, u love please go to hell.
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন