ট্যাক্স কত প্রকার ও কী কী? লেখাটি পড়লেই বুঝবেন

১২০৪ পঠিত ... ১৯:২৪, জুন ০৮, ২০২০

করের ধরন সম্পর্কে জানতে এক ভদ্রলোক গেছেন করমেলায়। এদিক-ওদিক তাকিয়ে টেবিলে ঘাপটি মেরে বসে থাকা এক কর্মকর্তার সামনে হাজির হলেন তিনি। জিজ্ঞেস করলেন, 'আমাকে কী কী কর দিতে হবে,সে সম্পর্কে যদি একটু জানাতেন।'

কর্মকর্তা: আপনি কী করেন?
ভদ্রলোক: ব্যবসা।
কর্মকর্তা: আপনাকে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে।
তা আপনি কী ধরনের ব্যবসা করেন?
ভদ্রলোক: বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করি।
কর্মকর্তা: ও, তাহলে আপনাকে সেলস ট্যাক্সও দিতে হবে। তা আপনি কোন
জায়গা থেকে মালপত্র এনে বিক্রি করেন?
ভদ্রলোক: দেশের বাইরে থেকে।
কর্মকর্তা: আপনাকে তাহলে কাস্টমস ট্যাক্স দিতে হবে।
তা আপনি কি জিনিসপত্র বিক্রি করে লাভবান হন?
ভদ্রলোক: অবশ্যই।
কর্মকর্তা : আপনাকে তবে ইনকাম ট্যাক্স দিতে হবে। তা আপনার কি নিজস্ব অফিস আছে?
ভদ্রলোক: হ্যাঁ, আছে।
কর্মকর্তা: তাহলে আপনাকে ইউটিলিটি ট্যাক্সও দিতে হবে। তা আপনার অফিসে কি কর্মচারী আছে?
ভদ্রলোক: হ্যাঁ, বেশ কিছু কর্মচারী আছে আমার।
কর্মকর্তা: তাহলে আপনাকে স্টাফ প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। তা ব্যবসায় আপনার চালান কি দশ লাখ টাকার ওপরে?
ভদ্রলোক: হ্যাঁ।
কর্মকর্তা: তাহলে আপনাকে টার্নওভার বিল দিতে হবে। তা আপনি কি ব্যাংক থেকে একেবারে ২৫ হাজারের বেশি টাকা তোলেন?
ভদ্রলোক: হ্যাঁ, তুলতে হয়।
কর্মকর্তা: তাহলে আপনাকে ক্যাশ হ্যান্ডলিং ট্যাক্স দিতে হবে। তা আপনি আপনার ক্লায়েন্টদের কোথায় খাওয়াতে নিয়ে যান?
ভদ্রলোক: ভালো কোনো রেস্টুরেন্টে।
কর্মকর্তা: তাহলে আপনাকে এন্টারটেইনমেন্ট ট্যাক্স দিতে হবে। তা আপনার সম্পদ আছে কেমন?
ভদ্রলোক: ভালোই।
কর্মকর্তা: তাহলে আপনাকে সেই সম্পদের ওপর ট্যাক্স দিতে হবে। তা আপনি কি ইদানিং দামি কিছু কিনেছেন?
ভদ্রলোক: হ্যাঁ, গাড়ি কিনেছি একটা।
কর্মকর্তা: তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ট্যাক্স দিতে হবে।
ভদ্রলোক: আমি এখন মারা যেতে পারি, নাকি মারা গেলেও ট্যাক্স দিতে হবে?
কর্মকর্তা: অপেক্ষা করুন, আমরা ফিউরেনাল ট্যাক্স চালু করার কথা ভাবছি।

['ভালো লেখা কর' আদায়ের জন্য মূল লেখককে খোঁজা হচ্ছে। উপযুক্ত প্রমাণসহ যোগাযোগ করুন]

১২০৪ পঠিত ... ১৯:২৪, জুন ০৮, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top