বিবাহের জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় যেভাবে প্রস্তুতি নেবেন

২৭৭৯ পঠিত ... ১৮:২৯, জানুয়ারি ০৯, ২০২১

প্রয়োজনীয় উপকরণ

১. ভ্যাকুয়াম ক্লিনার
২. সাবান পানি
৩. হাতুড়ি
৪. আতশি কাচ
৫. রুনা লায়লা
৬. এ আর রহমান
৭. টমি মিয়া

 

কার্যপ্রণালী

১# মেয়ের চুলের খোপা খুলবেন। এরপর ভ্যাকুয়াম ক্লিয়ার চালু করে তার ভেতরে মেয়ের চুলগুলোকে মুঠো করে ঢুকিয়ে দিবেন। ভ্যাকুয়াম ক্লিনার চালু করে দিবেন। যদি চুল উঠে যায় তাহলে পরচুলা, যদি চুল না উঠে তাহলে শক্ত পরচুলা। বিয়ে ক্যান্সেল।

২# দাঁত দেখার ক্ষেত্রে হাতুড়ি ব্যবহার করুন। হাঁতুড়ি দিয়ে সজোরে দাঁতে আঘাত করুন। যদি দাঁত পড়ে যায় তাহলে দাঁত দূর্বল। আর না পড়লে ইস্পাতের দাঁত লাগাইছে। বিয়ে ক্যানসেল।

৩# মেকাপ সুন্দরী কি না, তা বোঝার জন্য সাবান পানি দিয়ে মুখ ঘষুন। মেকাপ ধরা না খেলে তারজালি দিয়ে ঘষুন। তাও যদি উঠে তাহলে দামি মেকাপ লাগাইছে। ভাইরে ভাই। বিয়ে ক্যান্সেল।

৪# আতশি কাচ দিয়ে ভালোভাবে মেয়ের হাতের তালু, পায়ের তালু, মুখমন্ডল পরখ করে নিন, কোন দাগ টাগ আছে কি না।

৫# মেয়ে গান জানে কি না দেখে নিন। রুনা লায়লা, এ আর রহমানের কাছে যদি ৯৫% মার্কস পায় তবেই বিয়ের ব্যাপারে আগাবেন। মনে রাখবেন, ভালোভাবে পরখ করতে না পারলে ঠকে যাবেন।

৬# মেয়ের বাড়িতে থাকা অবস্থায়ই মেয়েকে দিয়ে ইলিশ মাছের কোপ্তা, চাইনিজ বাটার চিকেন, থাই স্যুপ রান্না করিয়ে নিন। টমি মিয়াকে দিয়ে পরখ করিয়ে নিন। পাশ করলে আপনারাও ছেকে দেখুন। আশা করি পাশ করবে না।

এতকিছুর পরও যদি নেয়ে পাশ করে যায়। তাহলে এমন একটা ভাব দেখান যে, মেয়েটা কোনভাবে পাশ করেছে, শুধু আপনারা আধুনিক, শিক্ষিত ও দয়ালু বলে ৫০০ মানুষের খাবার, এক সেট ফার্নিচার, ও এক বছর আপনাদের পরিবারের সকল বরণ পোষণ গ্রহনের সাপেক্ষে বিয়ে করিয়ে নিতে রাজি আছেন।

২৭৭৯ পঠিত ... ১৮:২৯, জানুয়ারি ০৯, ২০২১

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top