ইংলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য কোচ হিসেবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন মুনজেরিন শহীদ

১৫৬ পঠিত ... ১৮:৪৫, অক্টোবর ০৯, ২০২৩

Munjerin

আগামীকাল বাংলাদেশ মুখোমুখী হচ্ছে ইংল্যান্ডের। শক্তিশালী ইংলিশদের সাথে মাঠে নামার আগে কোচ হিসেবে দলের সঙ্গে মুনজেরিন শহীদকে অন্তর্ভূক্ত করেছে টিম বাংলাদেশ। সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

বিসিবির পক্ষে থেকে বিষয়টি নিয়ে নাজমুল হাসান পাপন নিজের ফেক আইডি থেকে বলেন, ‘বিশ্বকাপে আমাদের সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়ে গেছে। শুধু ইংলিশে একটু সমস্যা ছিল। আশা করছি মুনজেরিন শহীদ এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে।‘

খুশি ক্রিকেটাররা। দলের এক ব্যাটার বিষয়টি নিয়ে বলেন, ‘ভালই হয়েছে। এবার আমরা জানতে পারব, কীভাবে আরও ৩৬ রকমভাবে কাভার ড্রাইভ করা যায়।‘

এদিকে মুনজেরিনের দলে অন্তর্ভূক্তির খবরে মন খারাপ করেছেন তামিম ইকবাল। এক ফেক আইডি থেকে তিনি বলেন, ‘ইংলিশটা তো আমিও খারাপ পারি না। আমাকে নিলেই পারত।‘

১৫৬ পঠিত ... ১৮:৪৫, অক্টোবর ০৯, ২০২৩

Top