ঘুমের জন্য খেলা বাদ? তাসকিনকে ভর্ৎসনা বাঙালি বিবাহিত পুরুষদের

১৬৬ পঠিত ... ১৬:৩৬, জুলাই ০৪, ২০২৪

17

সম্প্রতি ঘুমের জন্য খেলা মিস করায় আলোচনায় এসেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে তিনি কোন খেলা মিস করেছেন ভালোমতো না জেনেই, তাকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো  ভর্ৎসনা করতে শুরু করেছেন বাঙালি বিবাহিত পুরুষ সমাজ। ট্রোলের পাশাপাশি কেউ কেউ তাকে বিবাহিত পুরুষ সমাজের কলঙ্ক হিসেবেও আখ্যায়িত করেছেন। এমনই একজন প্রবাসী বিবাহিত পুরুষ ইমো কলে আমাদের বলেন, ওরে তো আমি আহাম্মক ভাবতাম, এখন তো দেখি ও একটা পাগল। ওকে প্রবাসে পাঠিয়ে দেন! আমাদের মতো দীর্ঘদিন বউ ছাড়া থাকলে দেখবেন এসব ঘুম টুম সব কই পালিয়ে যাবে। তবে তিনি ক্রিকেট খেলা মিস করেছেন জানার পর উত্তেজিত ভাইটি কিছুটা নেতিয়ে পড়েন।

অন্যদিকে খেলা বাদ দিয়ে এত ঘুমের জন্য কেউ কেউ তাসকিনকে কলিকাতা হারবালের প্যাকেজ পাঠানোরও ইচ্ছা প্রকাশ করেছেন। এক তাসকিন ভক্ত আমাদের বলেন, ভাইয়ের জন্য খারাপই লাগল কথাটা শুনে। খেলাধুলা জীবনের অবিচ্ছেদ্য অংশ, সামান্য ঘুমের জন্য খেলা মিস গেলে সংসার টেকানো খুব কঠিন। এই ভাইটিকেও তাসকিন ক্রিকেট খেলা মিস করেছেন বলার পর বেশ হতাশ দেখা যায়।

১৬৬ পঠিত ... ১৬:৩৬, জুলাই ০৪, ২০২৪

Top