এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নতুন রিকশা উৎপাদনে নেমেছে আলম কোম্পানি

২৪০ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ৩০, ২০২৩

এসএসসি

আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের সাথে সাথে গার্জিয়ানরাও আছেন দুশ্চিন্তায়। বাচ্চার পরীক্ষার রেজাল্ট কী হয় এই নিয়েই সকল চিন্তা তাদের। তবে এরইমধ্যে দেশের বিখ্যাত এক কোম্পানি, আলম কোম্পানি। রাতারাতি ৫ হাজার রিকশা উৎপাদন করে রেখেছে। তাদের টার্গেট পরীক্ষা শেষের আগে ২০ হাজার রিকশা ও ১০ হাজার ভ্যান উৎপাদন করা।

 

হঠাৎ এতো রিকশা এবং ভ্যান কেন নামাচ্ছে জানতে চাইলে কোম্পানির সিইও আমাদের বললেন, ‘রিকশা আর ভ্যান নামাবো না তো কী নামাবো? পরীক্ষায় ফেইল করার পর সব ছেলেদের হাতিয়ার তো এই রিকশা, ভ্যানই হবে। এরইমধ্যে আবার একদল যারা পরীক্ষা দিচ্ছে না তারাও বিয়ের আশায় রিকশা কিনে রাখছে। আমাদের লাভ করার একমাত্র মৌসুম তো এটাই।‘

তাদের বিক্রির লিস্ট চেক করে দেখা গেল, আজকে ভোরের মধ্যেই রিকশা বিক্রি হয়েছে এক হাজার। এই এক হাজার রিকশা কিনে রেখেছেন গার্জিয়ান, এসএসসি পরীক্ষার্থীদের বয়ফ্রেন্ড এবং পরিচয় না বলা অনেকেই।

তবে ফেইল করার পর ছেলেদের হাতে রিকশা আর মেয়েদের রিকশাওয়ালাদের হাতে তুলে দিতে রাজি হবেন কিনা বাবা মা এ ব্যাপারটা এখনও অনেকটাই ঝাপসা।

২৪০ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ৩০, ২০২৩

Top