সুমাইয়া, সাদিয়া, সাদমান সাকিব, জান্নাতুল ফেরদৌস। আপনার নাম যদি এসব হয়ে থাকে তবে এতদিনে নিশ্চয়ই আপনি জানেন যে আপনি নিজে অসাধারণ হলেও আপনার নামটা খুবই সাধারণ বা কমন? স্কুল, কলেজ, রাস্তাঘাটে আপনার নাম ধরে কেউ ডাক দেওয়ার পর নিশ্চয়ই দেখেছেন যে আদতে অন্য কাউকে ডাকা হচ্ছে? আর এমনটি দেখে নিশ্চয়ই মাঝমাঝে মনে হয়েছে যে, ‘ইশ! আমার নামটা যদি শুধু আমার হত। আর কারো এ নাম না থাকতো?’ এমনটা ভেবে থাকলে কখনো কী ভেবেছেন আপনার নামের সাথে মিল থাকা সকল মানুষের সাথে মারামারি করে আপনার নামটা জিতে নেওয়ার?
আপনি এমনটা ভেবে না থাকলেও আপনার মত আমেরিকার কমন নামের এক মানুষ- জশ (Josh) এমনটা ভেবেছে্ন। আর মেসেঞ্জারে এক গ্রুপ খুলে সেখানে অ্যাড করেছেন তার চেনা-অচেনা সকল জশকে। এরপরের কাহিনী দেখে নিন ছবিতেই…
২৪ এপ্রিল আমেরিকায় জশ নামের লড়াইয়ের আহ্বানে প্রায় ১০০ জশ একত্রিত হয় নাব্রাসকার লিংকনের একটি পার্কে। প্রথম লড়াই শুরু হয় দুই জশ সোয়ানের মধ্যে এক ‘ভয়ানক রক পেপার সিজর’ যুদ্ধ দিয়ে। অন্যদিকে অন্য জশেরা সেখানে সাঁতারে ব্যবহার করা ‘পুল নুডল’ নামক এক ধরণের ফোমকে এ ঐতিহাসিক লড়াইয়ে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এই পুল নুডল দিয়ে জশদের লড়াইয়ের প্রতিযোগিতায় জয়ী হয় এক পাঁচ বছর বয়সী জশ। তাকে সকল জশের রাজা উপাধি দেওয়া হয় এবং বার্গার কিং এর মুকুট পড়ানো হয়।
করোনার একঘেয়েমি থেকে মজা করে জশ সোয়ান প্রথম জশের লড়াইয়ের গ্রুপ চ্যাটটি খুলেছিলেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি মানুষ সত্যি সত্যি সেখানে উপস্থিত হয়ে পুল-নুডল নিয়ে যুদ্ধে নেমে যাবে! তিনি এ ঘটনায় সত্যিই অভিভূত।
তাই আপনিও যদি আপনার অতি কমন নাম নিয়ে অতিষ্ট হয়ে থাকেন, তবে জশ লড়াইয়ের মত শুরু করে দিতে পারেন সুমাইয়া, সাদিয়া বা সাকিবের লড়াই!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন