মে মাসে ভারতের অনেক জায়গাতেই তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রি সেলিয়াসেরও উপরে। জুন-জুলাই মাসে ক্রমেই তা বাড়তে থাকে। এসময় শরীর, মন ও ঘর-বাড়িকে ঠান্ডা রাখার মতো গাড়িকে ঠান্ডা রাখাও জরুরি। আর তারই প্রাকৃতিক এক উপায় বের করেছেন এক ভারতীয়। গাড়ি ঠান্ডা রাখতে তিনি পুরো গাড়ি লেপে দিয়েছেন গোবর দিয়ে! গাড়িকে শীতল রাখার এই অভিনব পদ্ধতির ছবি ফেসবুকে এক আহমেদাবাদ নিবাসী শেয়ার করলে তা ভাইরাল হয়ে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে।
আহমেদাবাদ থেকে রুপেশ গৌরাঙ্গ দাস নামক একজন গোবর লেপে রাখা একটি গাড়ির ছবি পোস্ট করেন ফেসবুকে যার ক্যাপশনে তিনি লিখেন, 'আমার দেখা গোবরের শ্রেষ্ঠ ব্যবহার এটাই। ৪৫ ডিগ্রি তাপমাত্রা মোকাবেলা করতে এবং গাড়িকে ঠান্ডা রাখার জন্য মিসেস সেজাল শাহ তার গাড়িতে গোবরের প্লাস্টার লাগিয়েছেন।'
এই ছবিটি ফেসবুকে ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকলে অনেকেই প্রশ্ন করেছেন এর কার্যকারিতা নিয়ে। আবার অনেকে মীনার দাদীর মতো ‘গন্ধ নিয়া’ তাদের চিন্তা প্রকাশ করেছেন।
মাটির ঘরকে গরমে শীতল রাখার জন্য এবং ঠান্ডায় গরম রাখার জন্য বহুকাল আগে থেকেই ঘরের দেয়ালে গোবর লেপে রাখার প্রচলন আছে। কিন্তু গাড়িতে গোবর লাগানোর ব্যাপারটা সম্পূর্ণই নতুন ও অভিনব। মিসেস সেজালের টয়োটা করোলা আলটিসে গোবরের প্রলেপ এত নিঁখুতভাবে দেয়া হয়েছে যে দূর থেকে মোটেও সেটা গোবরের প্রলেপ মনে হবে না। গাড়ির ছবিটি আহমেদাবাদ থেকে তোলা হলেও গাড়ি্টির রেজিস্ট্রেশন রেকর্ড বলছে এটি মধ্য মুম্বাইয়ের।
তবে এর থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কি না বা গাড়ি থেকে কারো গায়ে গোবর লেগে যাওয়ার ঘটনা ঘটেছে কি না তা অবশ্য জানা যায়নি।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন