আমি তো রেপ না, 'র‍্যাপ' নিয়ে কথা বলেছি: একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে অনন্ত জলিল

১৮৯৬ পঠিত ... ২৩:১৭, অক্টোবর ১১, ২০২০

ধর্ষণ সচেতনতা নিয়ে একটা ভিডিও আপলোড করেছেন অনন্ত জলিল। ভিডিওতে ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করে 'শালীনতা পোশাক' (!) পরার পরামর্শও দেন তিনি। স্বাভাবিকভাবেই তার এমন অজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তার দেয়া বক্তব্য ও চলমান সমালোচনা নিয়েই আমরা কথা বলেছি ঢাকাই সিনেমার এই সুপারস্টার (আমাদের মাফ করবেন শাকিব ভাই) এর সাথে।

ফেসবুকে তার একটি পেক সরি ফেক পেজে অডিও কল দিয়ে বলি, 'জলিল ভাই, আপনি যে ধর্ষণের জন্য এভাবে ভিকটিমের পোশাককে দায়ী করলেন, এটা কি ঠিক?'
: আরেহ ভাই, আপনারা ভুল শুনছেন, আমিতো রেপ নিয়ে কথা বলেছি।
: সেটাই তো বললাম ভাই, ধর্ষণের সাথে পোশাকের সম্পর্ক নিয়ে যা বললেন, তা কি ঠিক বললেন?
: আরেহ ভাই, ধর্ষণ না! রেপ, রেপ! রেপ সং। রেপের সাথে তো পোশাকের সম্পর্ক আছে! শর্টস, হুডি, ঢোলা গেঞ্জি, কেপ! আছে না?
: অহ আচ্ছা, তাইলে আপনি র‍্যাপ সং নিয়ে কথা বলেছেন? তা র‍্যাপ সং এর সাথে পোশাকের দোষটা কোথায়?
: দোষ তো আছে ভাই। এই যে রেপাররা বখাটেদের মতো পোশাক পরে, এজন্যই রেপ সং দেশে জনপ্রিয় হয় না। কেপ, চিকল, ফাটাফুটা অশালীন পেন্ট, এইসব পরার কারণে অনেকেই ওদের রেপ সং শোনে না। আমি যখন ম্যানসিস্টরে ছিলাম তখন দেখেছি, ওখানে সবাই স্যুট পরে রেপ করে।
: তা জলিল ভাই, আপনি হুট করে রেপ থুক্কু র‍্যাপ নিয়ে পড়ছেন কেন?
: আসলে আমি রেপ নিয়ে একটা সিনেমা বানাবো তো! ওখানেই আমি একজন রেপিস্টের চরিত্রে অভিনয় করবো।
: রেপিস্ট?
: মানে রেপ গান যায় যারা!

: ও আচ্ছা র‍্যাপার! পোশাক নিয়ে যে সমালোচনা করলেন, সিনেমাতে আপনি কী পোশাক পরবেন?
: পোশাক তো পরবো না! বলা হয়নি, আমি আসলে একজন বডি বিলটার কাম রেপারের চরিত্রে অভিনয় করছি!
: সিনেমার নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন।
: নিঃস্বার্থ ভিকটিম ব্লেইমিং: হোয়াট ইজ রেপ!
: জলিল ভাই, সর্বশেষ প্রশ্ন। দেশে যে ধর্ষণ বেড়ে গেছে এ বিষয়ে আপনার ভাবনা কী? দেশের মানুষের উদ্দেশে কিছু বলতে চান কিনা?
: এজ আ ভাই হিসেবে আমি দেশের বোনদের বলতে চাই, আপনারা মডান অশালীন ড্রেস....

আমাদের ইন্টারনেট স্বল্পতার কারণে লাইন কেটে যাওয়ায় আর কথা বলা সম্ভব হয়নি। জিরো ফেসবুক ব্যবহার করে অনন্ত জলিলকে তা জানালে উনি 'নো পবলেম' লিখে আমাদের ফিরতি মেসেজ করেন।

এদিকে র‍্যাপ সিঙ্গারদের পোশাক নিয়ে সমালোচনা করায় ভারতের বিখ্যাত দুই র‍্যাপার হানি সিং ও বাদশা অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলেও খবর পাওয়া গেছে।

১৮৯৬ পঠিত ... ২৩:১৭, অক্টোবর ১১, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top