সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপা-২০১৯ এর ফাইনালে যুগ্মভাবে দ্বিতীয় রানার্স আপ হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী মঈনুল আহসান নোবেল। ‘হার্টথ্রব’ এই প্রতিযোগীর তৃতীয় হবার খবরটি মেনে নিতে পারছেন না অনেকেই। ফলে ফাইনাল প্রচারের পর থেকেই বাংলাদেশি নোবেল সমর্থকদের মাঝে দেখা গেছে প্রচণ্ড ক্ষোভ। ডেঙ্গু, বন্যা এবং নানাবিধ ইস্যুকে সরিয়ে নোবেল যখন সোশ্যাল মিডিয়ায় শক্তপোক্তভাবে জায়গা করে নিয়েছে তখন eআরকি যোগাযোগ করে প্রথম সারির এক নোবেল মনীষি আলফ্রেড নোবেলের সাথে।
সাত সমুদ্র ও এক ভূমধ্যসাগর পেড়িয়ে আমরা পৌঁছে যাই সুইডেনের রাজধানী স্টকহোমে। সেখানে আরাম করে শুয়ে আছেন আলফ্রেড নোবেল। অ্যাপয়েন্টমেন্ট থাকলেও ঘুম ভেঙে উঠে আসতে অনেক বেশি সময় নিলেন তিনি। প্রাথমিক আলাপচারিতা সেরে তাকে জানানো হলো, সারেগামাপা প্রতিযোগিতায় হেরেছে নোবেল। কথাটি শুনেই ডিনামাইটের মত ফেটে পড়ে বলে উঠলেন, ‘নোবেল আবার হারে কী করে! ইতিহাসে কখনো কেউ নোবেল হারেনি। নোবেল সবসময় জেতে।’
বিষয়টি আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরে তিনি ব্যাখ্যা করে বলেন, ‘হায় অর্বাচীনের দল, পত্রিকা ঠিকমত কখনো পড়ো না সেটা বোঝা যাচ্ছে। প্রতি বছর পত্রিকায় দেখোনি একে ওকে নোবেল জিততে। কখনো শুনেছ, কেউ নোবেল হেরেছে? তাহলে কেন গায়ক নোবেল হারতে যাবে! আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ বলেই তিনি দোয়াত-কলম নিয়ে জি বাংলা কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবাদী চিঠি লিখতে বসে গেলেন। তখন তাকে থামিয়ে আমরা আরও আলোচনার ইচ্ছা পোষণ করি।
তিনি জানতে চান ‘আবার কী হলো? ওরা কি আমাকে নিয়েও বাজে কথা বলছে নাকি?’ তখন আলফ্রেড নোবেলকে জানানো হলো, গায়ক নোবেল বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানোর মতামত দিয়েছেন। হাল জামানার একটি ‘ব্যালান্সড’ গানকে তিনি জাতীয় সঙ্গীত হিসেবে দেখতে চান, এমন ইচ্ছা ব্যক্ত করেছেন। এমন কথা শুনে এই মহান বিজ্ঞানী বললেন, ‘হ্যা, ব্যালান্স তো ভালো। আজকাল তরুণ বয়সীরা আর ব্যালান্সড ডায়েটের মত কিছুই করতে চায় না। গানের বেলাতেও ব্যালান্সড হওয়া ভালো। আর একটা দেশের জাতীয় সঙ্গীত তো বদলাতেই পারে। অনেক দেশেই বদলেছে।’
তবে eআরকির তরফ থেকে যখন তিনি জানতে পারেন, বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা একজন 'নোবেলজয়ী' সাহিত্যিক তখনই গলার স্বর কোমল করে বলেন, ‘ও! ঐ লোকটা! তিনি তো একদম মাটির মানুষ! না না, নোবেল যিনি জিতেছেন, তার গানই জাতীয় সংগীত থাকা উচিত।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন