ইন্টারনেটের গতির দিক থেকে পৃথিবীতে ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম! বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা অবশ্যই রবার্ট ব্রুসের চেয়ে কম ধৈর্য্যশীল নন। এমনই এক ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাই ব্যবহারকারীর সাক্ষাৎকার নিয়েছে eআরকি।
প্রশ্ন: আপনার ওয়াইফাই এর নাম?
উত্তর: ওয়াইফাই নাই।
প্রশ্ন: আপনি না বললেন ওয়াইফাই আছে আপনার?
উত্তর: এটাই ওয়াইফাইয়ের নাম- ওয়াইফাই নাই!
প্রশ্ন: অবসরে কী করেন?
উত্তর: ওয়াইফাই সিগন্যাল এর দাগ গুনি।
প্রশ্ন: দিনে যে কাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করেন...
উত্তর: রাউটার অন/অফ করে।
প্রশ্ন: কখন বুক ধক করে ওঠে?
উত্তর: সিগন্যাল থাকা সত্ত্বেও যখন নেট পাই না।
প্রশ্ন: নিয়মানুবর্তিতার উদহরন?
উত্তর: মাসে নিয়মিত নেট বিল দেই। কসম, ডাউনলোড স্পিডের কসম।
প্রশ্ন: সবচেয়ে বেশি যাকে ফোন দেন?
উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেটওয়ালারে।
প্রশ্ন: কখন রেগে যান?
উত্তর: বন্ধু যখন এক সাথে ১০-২০ টা মুভি একসাথে ডাউনলোড দিয়ে আমার স্পিড খেয়ে দেয়।
প্রশ্ন: কিসের স্বপ্ন দেখেন?
উত্তর: বাফারিং ছাড়া ভিডিও দেখার।
প্রশ্ন: কী ধরণের ভিডিও বেশি দেখেন?
উত্তর: নেক্সট কোয়েশ্চেন...
প্রশ্ন: বন্ধুদের কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি চান?
উত্তর: হটস্পট!
প্রশ্ন: জীবনে কেঁদেছেন?
উত্তর: দুই বার। প্রথমবার যখন টানা সাতদিন নেট ছিলো না। পরেরবার, যখন সাতদিনে একবারও নেট যায় নাই...
প্রশ্ন: ভালো লাগার মুহূর্ত?
উত্তর: পাশের বাড়ির ওয়াইফাই যখন পাওয়া যায়। পাসওয়ার্ডটা বলি শুনে রাখেন... ১২৩৪৫
প্রশ্ন: জীবনের লক্ষ্য কী?
উত্তর: মহাকাশে নিজস্ব স্যটেলাইট উৎক্ষেপণ। স্যটেলাইটের সঙ্গে রাউটার রশি দিয়ে বাধা থাকবে...
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন