আপনি কি একজন ভোটার? সামনের নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক? তাহলে আপনার এখনও কিছু প্রস্তুতি বাকি আছে। ভোট দিতে চাইলে এসব প্রস্তুতি বাকি রাখা যাবে না। তাই আজই প্রস্তুতিগুলো জেনে নিজেকে তৈরি করে ফেলুন একজন সংগ্রামী ভোটার হিসেবে।
১#
হিমু হওয়ার অভ্যাসটা করে ফেলতে হবে আপনাকে। ভোট দিতে হলে রাতেরবেলা বের হতে হবে। দিনের বেলা কোনো ভোট নেয়া হয় না।
২#
আপনার যখন তখন মরে যাওয়ার অভ্যাস থাকতে হবে, কারণ ভোট শুধুমাত্র মৃত মানুষরাই দিতে পারবেন।
৩#
নিজেকে পরনির্ভরশীল করে তুলতে শিখুন। ভোট দিতে গেলে আপনার শুনতে হতে পারে, ‘আপনার ভোট হয়ে গেছে।‘
৪#
সরকার দলীয় দল ছাড়া যে অন্য কোনো দল এক্সিস্ট করে এই কথাটা পুরোপুরিভাবে ভুলে যাবেন। নাহলে অনেক কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা আছে!
৫#
ভোট দিতে যাবেন নিজে নিজে মার্কা মেরে সেটা আবার বক্সে রাখবেন এসব এক্সপেক্টেশন থেকে থাকলে মুছে ফেলুন। ভোট কক্ষে ঢুকতে পারাটাই আপনার আসল সফলতা।
৬#
বাইক থাকুক আর না থাকুক হাতে হেলমেট নিয়ে যেতে ভুলবেন না যেন।