ঢাকা কলেজ ও নিউমার্কেটের সংঘর্ষে নিহত নাহিদকে কোপানো অস্ত্রধারীর পরিচয় পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে দ্য ডেইলি স্টার জানিয়েছে, নাহিদকে কোপানো জাকির ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী। পাশাপাশি অন্যান্য অস্ত্রধারীদেরকে ছাত্রলীগ বলে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঘটনার শুরু থেকে ছাত্রলীগ ও সংশ্লিষ্ট নেতারা এই ঘটনায় ছাত্রলীগের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন। এখন তারা কী বলবেন? সেটাই ভেবে বের করেছে eআরকি ছাত্রলীগ গবেষক দল।
১# ঢাকা কলেজের ছাত্রলীগ আসলে বিএনপি নেতারা নিয়ন্ত্রণ করে। নামে ছাত্রলীগ হলেও ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
২# ঘটনার ঠিক একদিন আগে অভিযুক্ত সবাইকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। শুধু দাপ্তরিক ঘোষণাটি বাদ ছিলো। যা আমরা এখন দিচ্ছি।
৩# হেলমেট পরা কেউ ছাত্রলীগ না, এটা তো নতুন করে বলার কিছু নাই। দেশবাসী জানে। ছাত্রলীগ হেলমেট কেন পরবে, হেলমেট তো পরে বাইকাররা।
৪# ওরা ছাত্রলীগ ঠিক আছে। কিন্তু বললে হয়তো বিশ্বাস করবেন না, ওদের উপর ওইদিন ছাত্রদলের কিছু খারাপ জ্বীন আছর করছিলো।
৫# ওদেরকে আমরা ত্যাজ্য করেছি। সুতরাং ওদের বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই।
৬# ওরা আগে ছাত্রলীগ ছিলো। কিছুদিন হলো খবর পেয়েছি ওরা বিএনপির লোকদের সাথে মিশতেছে। আচরণও কেমন অস্বাভাবিক লাগছিলো। বিএনপির লোকদের সাথে মিশে মিশেই ওরা খারাপ হয়ে গেছে।
৭# ওদের ফেসবুক স্ট্যাটাসের বানান দেখলে বুঝবেন ওরা কেউ ছাত্রলীগ না ওরা আসলে ছাএলীগ। ছাত্রলীগ কখনোই এমন কাজ করতে পারে না।
৮# ওদের হাতে রাম দা ছিলো, মাথায় হেলমেটও ছিলো। মানলাম। কিন্তু হকস্টিক আর হাতুড়ি কি ছিলো? না থাকলে ওরা ছাত্রলীগ না। একজন সহিহ ছাত্রলীগের হাতে এই চারটাই থাকে।