করোনাভাইরাসের দাপটে সারা বিশ্ব এখন কাঁপছে থরোথরো। এই আপদ দূর করতে চিকিৎসক, বিজ্ঞানীদের চেষ্টার অন্ত নেই। কিন্তু, আপনি নিজেই এই করোনাভাইরাস না তো? নিচের বৈশিষ্ট্যগুলো দেখে ঝটপট মিলিয়ে নিন-
১# আপনার মধ্যে মুরব্বি ভাব প্রবল। তরুণ, শিশু এদের আপনার ভালো লাগে না। বৃদ্ধদের সাথেই আপনার জমে ভালো।
২# আপনার বন্ধুরা আপনার থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু আপনি ঠিকই খুঁজে নেন।
৩# দেশ-বিদেশে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে আপনার ভালো লাগে।
৪# সবসময় ভাইরাল হওয়ার চেষ্টা করেন।
৫# ক্ষণে ক্ষণে আপনি স্বভাব বদলান।
৬# অনেক গবেষণা করেও কেউ আপনাকে বুঝতে পারে না।
৭# আপনাকে নিয়েও অনেকে ফাউ বিজনেস করে যায়।
৮# আপনার সাথে কেউ অল্প একটু সংস্পর্শে আসলেই তাকে আপনি সারাজীবন ভোগান।
৯# সাইজে ছোট হলেও আপনি আসলে ধানি মরিচ!
১০# আপনার হাত থেকে বাঁচার উপায় পৃথিবীতে এখনও আবিষ্কার হয়নি।