ফেসবুকে ক্রাশকে যথাযথভাবে স্টক করার জন্য যে ১০টি গুরুত্বপূর্ণ ধাপ ফলো করবেন

৩৯৬০ পঠিত ... ১৯:১৩, অক্টোবর ২৮, ২০১৯

ফেসবুকে ক্রাশের আইডি স্টকিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। এটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। প্রতিটি শিল্পের মতো এটিরও কিছু নিয়মকানুন, আদবকেতা রয়েছে। আপনিও যদি নিয়মিত ক্রাশের আইডি স্টক করেন, দ্রুত জেনে নিন স্টকিংয়ের কাজে গুরুত্বপূর্ণ ১০টি ধাপ, যেগুলো ফলো না করলে আপনার স্টকিং 'সহীহ' এবং ফলপ্রসূ হবে না!

 

১# প্রথমে ফেসবুকে লগইন করে ক্রাশের আইডিতে ঢুকবেন। এরপর প্রোফাইল পিকচারের রিয়েক্টগুলি চেক করবেন, যারা যারা লাভ রিয়েক্ট দিয়েছে তাদেরকে চিহ্নিত করবেন।

২# যারা সব ছবি/পোস্টে রেগুলার লাভ রিয়েক্ট দেয় তাদেরকে বাছাই করবেন। এরপর কমেন্টবক্সের দিকে ধাবিত হবেন।

৩# কমেন্টবক্স ঘেঁটে দেখুন কারা কারা রেগুলার কমেন্ট করে, আর কমেন্টের ধরন দেখে বাছাইপর্বটি সেরে ফেলুন।

৪# ক্রাশের আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাস চেক করুন, যদি সিঙ্গেল থাকে তাহলে আলহামদুলিল্লাহ বলে কাজে নেমে পড়ুন।

৫# যদি কোনো রিলেশনশিপ স্ট্যাটাস না থাকে তাহলে সুড়ুৎ করে আগেই কেটে পড়ুন, উনি গভীর জলের মাছ।

৬# আর রিলেশনশিপ স্ট্যাটাসে 'ইন আ রিলেশনশিপ' থাকলে তো পাট চুকেই গেলো, হৃদয় বাঁচাতে দ্রুত নিরাপদ স্থানে চলে আসুন।

৭# স্টক করার সময় দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যদি বন্ধুতালিকার ক্রাশ হয় তাহলে ভুলে লাইক পড়ে গেলে ক্ষতি নেই কিন্তু বন্ধুতালিকায় না থাকলে খুব সাবধানে স্টক করবেন, চাপ লেগে লাইক পড়ে গেলেই সর্বনাশ!

৮# পুরনো ছবি ঘাটতে গিয়ে লাইক বা কমেন্ট করবেন না, এতে নতুন করে সামনে আসবে আর আপনি ধরা পড়ে যাবেন!

৯# যদি আপনার ক্রাশ বন্ধুতালিকায় না থাকে তাহলে তার রিয়েক্ট অপশন থেকে দূরের এবং ধীরে ধীরে কাছের বন্ধুদের রিকোয়েস্ট পাঠান এতে করে মিউচুয়াল বন্ধুর সংখ্যা বাড়বে আর ক্রাশকে রিকোয়েস্ট পাঠালে বেশি মিউচুয়াল বন্ধু দেখে এক্সেপ্ট করবে!

১০# প্রতিদিন নিয়ম করে আট থেকে দশবার ক্রাশের আইডি স্টক করুন । এতে আপনি তার পিপল ইউ মে নো তে যায়গা করে নিতে পারবেন সহজেই! ভাগ্য সহায় হলে প্রতিদিন চোখের সামনে দেখতে দেখতে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েও দিতে পারে!

৩৯৬০ পঠিত ... ১৯:১৩, অক্টোবর ২৮, ২০১৯

Top