যে ১০টি কারণে টাক মাথার ছেলেকে বিয়ে করবেন

৩৯৩৭ পঠিত ... ১৭:০৬, আগস্ট ২৬, ২০১৯

অনেক মেয়েই বিয়ের ব্যাপারে পাত্রের 'মাথার চুল'কে বিশেষ গুরুত্ব দেন। টাক ছেলেকে বিয়ে করতে চান না, এমনকি অনেকে 'টাক পড়ার সম্ভাবনা আছে' এমন কাউকে পর্যন্ত বিয়ে করতে চান না। কিন্তু হে পাত্রীগণ, আপনারা দ্বিধাগ্রস্থ হবেন না। পাত্র হিসেবে টাক ছেলেরাই সবচেয়ে সুযোগ্য! কেন? নিচের ১০টি কারণ পড়ুন, এরপর নিজেই সিদ্ধান্ত নিন। নিজে পড়ার পাশাপাশি কনফিডেন্সের অভাবে ভোগা আপনার টাক বয়ফ্রেন্ড কিংবা বন্ধুকেও পড়াতে ভুলবেন না যেন!

১# দুইজনের মাথাতেই চুলের আধিক্য থাকলে ঘরের মেঝে হয়ে থাকবে কেশময়। তাই টাক থাকলে এই ঝরা চুলের পরিমাণে কিছুটা ব্যালেন্স আসবে। 

২# আপনার চুল আপনার স্বামীর আগে পাকা শুরু করলে কিছুটা ইনসিকিওরিটিতে ভুগতে পারেন। কিন্তু তার মাথায় যদি চুলই না থাকে, তাহলে কম্পেয়ার করার প্রশ্নই আসবে না। 

৩# ছেলেদের বড় চুলে খুশকির সমস্যা অপেক্ষাকৃত বেশিই থাকে। আর সেই খুশকি আপনার কালো পোশাকে সাদার দৃষ্টিকটু আবরণ সৃষ্টি করতে পারে। কিন্তু টাক মাথা থেকে খুশকি ঝরার সম্ভাবনা খুব একটা নেই। 

 

৪# বড় চুল থাকলে গোসলেও সময় লাগে বেশি। কিন্তু টাক মাথায় যেহেতু শ্যাম্পু-কন্ডিশনারের ঝক্কি নেই, সেহেতু সময়ের অপচয়ও কমে যায়। আর এই বেঁচে যাওয়া এক্সট্রা টাইমটুকু আপনি নিজ গোসলে অপচয় করতে পারেন। 

৫# চুল না থাকলে চুল কাটানোর খরচও থাকবে না। বেঁচে যাওয়া এই টাকা জমিয়ে কয়েক বছরের মধ্যেই ঘুরে আসতে পারবেন বালি কিংবা থাইল্যান্ড।

৬# খোলা মাথায় বাতাস চলাচলেও কোন ব্যাঘাত ঘটে না। ফলে সারাক্ষণ তার মাথা থাকবে তুন্দ্রাঞ্চলের মতো ঠান্ডা। সুতরাং আপনার মুড সুইং হলেও তিনি ঠান্ডা মাথায় আপনাকে সামলে নিতে পারবেন, এই ভরসা পেতেই পারেন। 

 

৭# বাইরে ঘুরতে গিয়ে যদি মেকআপ নষ্ট হয়ে গেছে বলে সন্দেহ হয়, তবে আয়না বা ফ্রন্ট ক্যামেরা বের করার ঝামেলায় না গিয়ে আপনার স্বামীর চকচকে টাকে নিজের প্রতিবিম্ব দেখেই তা ঠিক করে নিতে পারবেন। 

৮# ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ ফাইনালে জিদানের কান্ড দেখে থাকলে নিশ্চই জানেন টাক মাথা অস্ত্র হিসেবে কতোটা ভয়াবহ হতে পারে। প্রতিকূল পরিবেশে কোন আক্রমণের সম্মুখীন হলে, একটু ক্ষেপিয়ে দিলেই আপনার স্বামীর টাক রূপান্তরিত হবে এক মারাত্ত্বক অস্ত্রে। 

 

৯# আপনার স্বামী শিশুদের পাল্লায় পড়লেও নিরাপদ থাকবে, কারণ তারা দুরন্তপনার ছলে চুল ধরে টানাটানি করে তাকে বেকায়দায় ফেলতে পারবে না। ফলে টাক মাথার পুরুষেরা পিতা হিসেবেও দারুণ পারফর্ম করতে পারবে। 

১০# চকচকে টাকে আলো প্রতিফলনের মাধ্যমে ছড়িয়ে পরে চারপাশে। সুতরাং আপনার স্বামীর টাক মাথা আপনার ঘর আলো করে রাখতে পারবে। 

 

একটি বোনাস: আপনার স্বামীর কাপড়ে যদি কোনো চুল খুঁজে পান, আপনি সাথেসাথেই নিশ্চিত হয়ে যেতে পারবেন যে চুলটা অন্য কারো। আপনার স্বামী 'এটা তো আমারই চুল' বলে বেঁচে যেতে পারবে না। এমন সুযোগ কেন হাতছাড়া করবেন?

৩৯৩৭ পঠিত ... ১৭:০৬, আগস্ট ২৬, ২০১৯

Top