আউটডোর বিজ্ঞাপন যতখানি বুদ্ধিদীপ্ত হতে পারে : ২০+টি অভিনব বিজ্ঞাপন

১৬৭১ পঠিত ... ১৯:৩৭, নভেম্বর ১০, ২০১৮

মনস্তাত্ত্বিকরা মনে করেন বিজ্ঞাপনের একেকটি রঙ ক্রেতার উপর আলাদা আলাদা প্রভাব ফেলে। যেমন, লাল রঙ ক্রেতার মনযোগ আকর্ষণ করে ও এক ধরনের শক্তির অনুভূতি দেয়। অপরদিকে নীল রঙ একটি পণ্যকে বিশ্বাসযোগ্যতা দেয়। পণ্যের বিক্রি বাড়াতে ব্রান্ডগুলো অভিনব বিজ্ঞাপন প্রতিনিয়নই বানিয়ে চলেছে। এদের মধ্যে কিছু বিজ্ঞাপন বেশ বুদ্ধিদীপ্ত যা আপনাকে আরো একবার সে বিজ্ঞাপনের দিকে ফিরে তাকাতে বাধ্য করবে। এমনই কিছু অভিনব বিজ্ঞাপন আজ থাকছে eআরকির পাঠকদের জন্য। 


১# সাইজ কোন ব্যাপারই না। ফ্লাইওভারের মতো বড় সাইজের ফাইলও ইয়াহু মেইলে পাঠিয়ে দিতে পারেন। 

 

২# কার্লো এন্ড কো: রাস্তার প্রতিটি মানুষকে মনে করিয়ে দেবে, হ্যাঁ আপনার চুল কাটা দরকার!

৩# বাসার জায়গা যেমনই হোক, সুবিধাজনক আসবাব আইকিয়াতে পাবেন।

৪# সময় কাটাবার জন্য ওয়াইফাইয়ের প্র‍য়োজন নেই, কিটক্যাট হাতে একবার গল্প করতে বসলেই হল!

৫# সে যত সর্দিই হোক, সব পরিস্কার করে দিবে ক্লিনেক্স।

৬# প্রতিবেশীর দেয়ালও ছিদ্র হয়ে যাবে।

৭# ট্যানিংয়ের সময় বিরতিও প্রয়োজন।

৮# বড় ময়লা পরিষ্কারের কাজটি বাউন্টি ছোট করে দিবে।

৯# যেখানেই বসুন, সিটবেল্ট লাগাতে ভুলবেন না।

১০# মানুষ তো বটেই, পাখিদেরও বিন্যস্ত করে দিবে পিটার ওয়ালস

১১# আইম্যাক্স দিয়ে পুরো দুনিয়াটাকেই থ্রিডি দেখুন।

১২# মিয়েলের কাছ থেকে কিছুই বাঁচতে পারবে না।

১৩# আর নয় খেলনা গাড়ি।

১৪# যাদের চায়ের পরিমাণ কখনই যথেষ্ট মনে হয় না।

১৫# এডও ধুয়ে সাদা বানিয়ে দিয়েছে!

১৬# মোন্ডো পাস্তা ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয়!

১৭# শুধু সাদা হবে না, আলোর ঝলকও দিবে দাঁতে কোলগেট ব্যবহার করলে।

১৮# থ্রি সিকিউরিটি গ্লাস এতই নিরাপদ যে টাকাও রাখতে পারবেন এতে নির্ভয়ে।

১৯# হলুদ লাইন অনুসরণ করুন!

২০# গরমে তৃষ্ণা আরো বাড়িয়ে দিবে স্প্রাইটের এড!

২১# এডিডাস প্রতিপক্ষকে একটি গোলও করতে দিবে না।

২২# আনন্দ ভাগ করে নিন সবার সাথে! 

১৬৭১ পঠিত ... ১৯:৩৭, নভেম্বর ১০, ২০১৮

Top