আর্জেন্টিনার খেলা দেখতে বসার আগে আর্জেন্টিনা সমর্থকদের জন্য ১০টি সতর্কতা

২৩০২ পঠিত ... ২২:৪৬, জুন ২৬, ২০১৮

আর্জেন্টিনার খেলা দেখা আর্জেন্টিনা সমর্থকদের জন্য এক ভয়াবহ মানসিক এবং স্নায়ুচাপ! একে তো আর্জেন্টিনা কখন কেমন খেলে সেই দুশ্চিন্তা, তার মধ্যে খারাপ খেললে কিংবা হেরে বসলে ব্রাজিল-জার্মানি সমর্থকদের বিদ্রুপ সহ্য করার আতংক! এমন প্রতিকূল অবস্থায় ঘটতে পারে যেকোনো দুর্ঘটনা। eআরকির দুর্যোগ প্রতিরোধ দল তাই আপনার জন্য দিচ্ছে আর্জেন্টিনার খেলার দেখার সময় অবশ্যই মনে রাখা উচিত এমন ১০টি সতর্কতা!

১# ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, পেপারওয়েট জাতীয় জিনিস কিংবা ধারালো কোনো অস্ত্র হাতের নাগালের বাইরে রাখুন। মেজাজ খারাপ হয়ে গেলে বাসার অন্যান্য প্রাণীরা এতে নিরাপদ থাকবে।

২# বাসার ছাদসহ সকল উঁচু জায়গায় খেলা দেখা এড়িয়ে চলুন। আবেগের মুহূর্তে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম!

৩# অন্ধকার ঘরে কিংবা দরকার হলে কোনো গুহায় বসে বসে একা একা খেলা দেখুন। খেলা চলাকালীন যেকোনো ভিড় এড়িয়ে চলুন, বিশেষ করে ব্রাজিল, জার্মানি ইত্যাদি দলের সমর্থকের।

৪# প্যারাসিটামল জাতীয় ব্যথানাশক ওষুধ সাথে রাখুন। আর্জেন্টিনা গোল খাওয়ার সাথে সাথে একটা করে প্যারাসিটামল খেয়ে নিবেন।

৫# হাতের নখ বড় না থাকলেই ভালো, নিজের বা আশেপাশের যেকোনো ব্রাজিল-জার্মানি সমর্থকদের ক্ষতি হতে পারে। তাই খেলা শুরু হবার আগেই হাতের নখ কেটে নিন।

৬# খেলা দেখার সময় সাথে রাখুন টিস্যু বক্স। খেলার মাঝে দরকার হতে পারে।

৭# টিভি, ল্যাপটপ ইত্যাদি খেলা দেখার যন্ত্র থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে খেলা দেখতে বসুন। গত ম্যাচের পরে পুরোনো টিভি ফ্রিজের দোকানে প্রচুর পরিমাণ ভাঙা টেলিভিশন এবং ল্যাপটপ আসতে দেখা গেছে বলে জানিয়েছেন আমাদের eআরকি প্রতিবেদক!


৮# ম্যাচের আগে থেকেই কাপড়ের ড্রয়ারে কিছু জায়গা খালি করে নিন, ম্যাচের পরে নিজের গায়ের জার্সিটা খুলে রাখতে হতে পারে।

৯# মোবাইল সুইচ অফ করে হাতের নাগালের বাইরে রাখুন, কারণ আপনার ফোনে খেলা চলাকালীন মুহুর্মুহু গেরিলা ব্রাজিল সাপোর্টারদের ফোন বা আক্রমণ আসতে পারে।

১০# শেষ কথা, অতিরিক্ত চাপ নেবেন না। হার্টের রোগী কিংবা ব্লাড পেশারের সমস্যা থাকলে সে ক্ষেত্রে খেলা না দেখে চোখ-নাক-মুখ-ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়াটাই ভালো হবে!

২৩০২ পঠিত ... ২২:৪৬, জুন ২৬, ২০১৮

Top