যে ১০টি উপায়ে আর্জেন্টিনা এখনও বিশ্বকাপ জিততে পারে

১৮৯১ পঠিত ... ১৮:৪৭, জুন ২২, ২০১৮

বিশ্বকাপ জিততে সেই ৩২ বছরে ধরেই মরিয়া আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ জিততে চাইলেই তো আর জেতা যায় না, সেজন্য আগে ম্যাচও জিততে হয়। গতবার খুব কাছ থেকে ফিরে এসে এবার বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বাদ পড়ার খাদের কিনারে লিওনেল মেসির দল। এমন ধারাবাহিক ব্যর্থতার মধ্যেও কী করে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। eআরকি ভেবেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার এমন ১০টি পথ, যা এখনো খোলা আছে!

১# মেসিকে বার্সেলোনার জার্সি পরে খেলতে দেয়া

সবাই বলাবলি করছে মেসি যতোটা আর্জেন্টিনার তার চেয়ে বেশি বার্সেলোনার। বার্সেলোনার জার্সি গায়ে দিলেই দেখা যায় মেসি-ম্যাজিক! অথচ আর্জেন্টিনার জ্ররসি গায়ে চাপালেই মেসিকে যেন মাঠে খুঁজেই পাওয়া যায় না! তাই মেসিকে পরের ম্যাচে এবং পরবর্তী সবগুলো ম্যাচে (যদি এই বিশ্বকাপে এরপর আদৌ আর্জেন্টিনার খেলা হয় আর কি!) বার্সেলোনার জার্সি গায়ে আর্জেন্টিনার হয়ে খেলতে দেওয়া হোক। তাহলেই মেসি হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করে যাবে, ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে হাতের মোয়া।

২# দুই দলের বিশ্বকাপ আয়োজন

আর্জেন্টিনারই দুইটি দল বানানো যেতে পারে- সাদা ও নীল দল! এই দুই দল খেলবে আলাদা বিশ্বকাপ। এই বিশ্বকাপ না জেতা আর্জেন্টিনার জন্য অত্যন্ত কঠিন হবে!

৩# ব্রাজিল যদি ওয়ার্ল্ডকাপ থেকে বাদ পড়ে যায়...

মাঠের খেলায় বিশ্বকাপ না জিতলেও বিশ্বকাপ জেতার আরেকটা ব্যাকাপ উপায় আর্জেন্টিনার সবসময়ই থাকে, সেটা হলো ব্রাজিলের বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়া। ব্রাজিল বাদ পড়ে গেলে সেটা এ বিশ্বকাপেও ঘটতে পারে!

 

৪# কাপের উপর বিশ্ব লিখলেই হয়

এটি অত্যন্ত প্রচলিত এবং পুরোনো পদ্ধতি। যেকোনো কাপের ওপরে বিশ্ব লিখে একটা প্রীতি ম্যাচের শিরোপা হিসেবে সেটাকে রাখলেই থাকবে বিশ্বকাপ জেতার সুযোগ!

৫# আবার নতুন করে বিশ্বকাপ শুরু করা

আর্জেন্টিনার বিশ্বকাপটা ভাল যাচ্ছে না। আর যেভাবে যাচ্ছে সেভাবে যেতে থাকলে ৩২ বছরের অপেক্ষার পালা অচিরেই ৩৬, ৪০, ৪৪...
এজন্য ফিফা গেমে যেমন রিস্টার্ট করার সিস্টেমে থাকে, তেমনই আবার নতুন করে বিশ্বকাপ শুরু করা যেতে পারে! আর্জেন্টিনা জেতার আগ পর্যন্ত সেই বিশ্বকাপ চলতেই থাকবে...

৬# আরো কিছু ভিনগ্রহের ফুটবলার খুঁজে বের করা

মতান্তরে, আর্জেন্টিনায় একজন ভিন গ্রহের প্লেয়ারের সাথে বাকি দশজন সাধারণ পৃথিবীর মাটির মানুষ খেলে। কিন্তু ভিনগ্রহের প্লেয়ারের সাথে প্রয়োজন ভিন গ্রহের প্লেয়ার। তাই আর্জেন্টিনার কিংবা আর্জেন্টিনা সমর্থকদের উচিত অচিরেই স্পেসশিপ লঞ্চ করে মঙ্গল কিংবা বৃহস্পতি থেকে কিছু ভিনগ্রহের প্লেয়ার নিয়ে আসা!

৭# মোটিভেশনাল স্পিকার নিয়োগ

মাঠের খেলায় আর্জেন্টিনার মোটিভেশনের যেমন অভাব দেখা গেছে, শুধু একজন কোচের পক্ষে সেই অভাব পূরণ করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজন বাংলার ফেসবুকের কোনো মোটিভেশনাল স্পিকারের! ব্রাজিলের হেক্সা জেতার আগেই হয়তো আর্জেন্টিনা জিতে যাবে 'সিক্স ডিজিট' বিশ্বকাপ!

৮# টেন মিনিট স্কুলের 'হাউ টু প্লে ফুটবল'-এর লাইভ ক্লাস করা

বর্তমান যুগ অনলাইনের যুগ, টেন মিনিট স্কুল এগিয়ে নিচ্ছে দেশের শিক্ষাব্যবস্থাকে দারুণভাবে। মানুষকে শেখাচ্ছে কীভাবে ক, খ, গ শেখা থেকে ছবি তুলতে হয় তাও, এমন কি আপনি যে বিষয়ের উপর ভিডিও চান, তাদের ফেসবুক গ্রুপে বললেও তারা করে দেয়। আর্জেন্টিনা দলেরও উচিত টেন মিনিট স্কুলের গ্রুপে 'হাউ টু উইন আ ওয়ার্ল্ডকাপ'- এই নিয়ে একটা ভিডিও বানাতে বলা। সেই ভিডিও নিশ্চয়ই দুর্দান্ত দক্ষতার সাথে বানিয়ে ফেলবে টেন মিনিট স্কুল, আর সেই ভিডিও দেখে হয়তো নব্বই মিনিট না, প্রতি ম্যাচ দশ মিনিটেই জিতে আর্জেন্টিনা জিতে যাবে ওয়ার্ল্ড কাপ।

৯# রাগবি বা অন্য কোনো খেলায় চেষ্টা করা

বিশ্বকাপ কি শুধু ফুটবলই হয়? বিশ্বকাপ ক্রিকেট হয়, হকি হয়, রাগবি হয়! যেহেতু মাঠে মারামারির অতীত ইতিহাস আছেই, রাগবি বা এ ধরণের অন্য খেলায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিততেই পারে... আশা করা যায় এখন থেকে ক্রিকেট খেলা শুরু করলেও আর্জেন্টিনা ইংল্যান্ডের আগেই জিতে যাবে ক্রিকেট বিশ্বকাপ! 

১০# বাংলাদেশি ফুটবল বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া

আর্জেন্টিনার কোচ পিটবুল ওরফে সাম্পাওলি টিমের ফরমেশন নিয়ে খুবই বিগাড়ে আছেন। এই মুহূর্তে তিনি শরণাপন্ন হতে পারেন, বাংলাদেশের ফেসবুক ফুটবল বিশেষজ্ঞদের, বিশেষ করে একমাত্র যারা ফুটবল বোঝে মানে ব্রাজিল সমর্থক বিশেষজ্ঞদের। বাংলাদেশের প্রায় বিশ কোটি ফেসবুক ফুটবল বিশেষজ্ঞ হতে পারে আর্জেন্টিনার ত্রাণকর্তা, আর্জেন্টিনাও পেয়ে যেতে পারে এতদিনের অধরা বিশ্বকাপ।

১৮৯১ পঠিত ... ১৮:৪৭, জুন ২২, ২০১৮

Top