কালিতুলির ইংকটোবারে বাংলাদেশি আর্টিস্টরা

২১২৩ পঠিত ... ০৫:৪০, নভেম্বর ২৩, ২০১৭

ইংকটোবার! শব্দটা কখনও না শুনে থাকলেও শুনলে অনেকটা 'অক্টোবরের সঙ্গে সম্পর্কিত বলেই মনে হয়। যা মনে হয় তা ভুল তো মোটেই নয়।

ইংকটোবারের শুরুটা হয়েছিল ব্রিটিশ আর্টিস্ট জেইক পার্কারের হাত ধরে। ২০০৯ সাল থেকে তিনি অক্টোবর মাসে কালি আর তুলি দিয়ে টানা ৩১ দিনে ৩১টা ছবি আঁকার চ্যালেঞ্জ শুরু করেছিলেন, নিজের দক্ষতা বাড়ানোর জন্যই। এই চ্যালেঞ্জের সহজ সরল নিয়ম মাত্র তিনটা – কালি, তুলি, কলম ইত্যাদি দিয়ে ছবি আঁকা, সেটার ছবি তোলা এবং সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইংকটোবার অর্থাৎ #inktober জুড়ে দিয়ে পোস্ট করা। ফেসবুক আর ইনস্টাগ্রামের কল্যাণে তার এই চ্যালেঞ্জ রীতিমতো ভাইরাল হয়ে যায়, ২০১০ থেকে পৃথিবীর নানান প্রান্ত থেকে বিভিন্ন প্রফেশনাল ও অ্যামেচার আঁকিয়ে অক্টোবর মাসে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করা শুরু করে। এখন তো রীতিমতো পৃথিবীজুড়ে উৎসব আকারে পালন করা হচ্ছে এই ইংকটোবার।

এই কালিতুলির উৎসবে অংশগ্রহণে বাদ যায়নি আমাদের বাংলাদেশি আঁকিয়েরাও। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন দেশের অনেকেই এই চমৎকার উৎসব সম্পর্কে জেনে ৩১ দিনে ৩১টা ছবি আঁকতে ঝাঁপিয়ে পড়েছেন তাদের কালিতুলির অস্ত্রসশ্ত্র নিয়ে। সেরকমই কয়েকজন আঁকিয়ের ইংকটোবার আঁকিবুঁকিভক্ত পাঠকদের জন্য নিয়ে এসেছে eআরকি।

মেহেদী হক-এর ‘কিবুকির অ্যাডভেঞ্চার’
কিবুকি ( আঁকিবুকির ‘আঁ’ বাদ দিলে যা থাকে) তার পোষা প্রাণি ‘লুপ’কে হারিয়ে ফেলেছে। তার খোঁজে অ্যাডভেঞ্চারে বের হয় কিবুকি। সাথে লুপের ছবি আর প্রিয় আস্ত্র। শেষপর্যন্ত লুপকে খুঁজে পাওয়ার কাহিনী নিয়েই কার্টুনিস্ট ও কমিকবুক আর্টিস্ট মেহেদী হক এঁকেছেন তার ইংকটোবার।

চারুকলায় 'ইংকটোবার শোডাউন'-এর পোস্টার

বাংলাদেশি আর্টিস্টদের ইংকটোবারের কাজ আগ্রহ করে দেখছিলেন আঁকিবুঁকির ভক্তরা

২১২৩ পঠিত ... ০৫:৪০, নভেম্বর ২৩, ২০১৭

Top