হাতি প্রাণিটা সবারই বেশ লাগে, সাইজে নাদুস নুদুস মোট্টাগাট্টা হওয়ায় হয়তো সবাই হাতিকে কিঞ্চিৎ 'কিউট' রূপেই দেখে থাকে। বিশাল একটা শরীর নিয়ে হেলেদুলে চলাফেরা করে, লম্বা শুঁড়টা নাড়াচাড়া করে, শুঁড় প্যাঁচিয়ে গুতাগুতিও করে। ইদানিং এদের ঢাকার গলিঘুঁপচিতে মাঝেমধ্যে মাস্তানিও করতে দেখি। হাতির যে একটি ইউনিক পরিচয় আছে, তা শুধু তার বিশাল আকারের জন্য নয়, শুঁড় নামক অঙ্গের জন্যও। হাতির প্রতি ভালোবাসা এবং যাবতীয় হাতিপ্রেমীদের উদ্দেশেই হাতির শুঁড় নিয়ে কার্টুনিস্টের এই শুঁড়শুঁড়ি!