এনা পরিবহনে ভ্রমণের সতর্কতা জানতে চেয়ে জনৈক যাত্রী যে সব উত্তর পেলেন

১৩৪৫৪ পঠিত ... ০৬:২৫, জুলাই ১০, ২০১৭

বাংলাদেশে এনা পরিবহন নামে একটি বাস সার্ভিস আছে। অনেকের মতে, এই বাসের গতি প্লেনের গতির চেয়ে একটু বেশি এবং এই বাসের ড্রাইভাররা আগে বাংলাদেশ বিমানের পাইলট ছিলেন। ফেসবুকে নুরুল চৌধুরী নামের এক ব্যক্তি এনা বাসে ওঠার পর এনা বাসে ভ্রমণের সতর্কতা জানতে পোস্ট দিয়েছিলেন। তিনি কমেন্টে পান মজাদার কিছু উত্তর। সেই পোস্টের সত্যিকারের কয়েকটি উত্তরের সঙ্গে কিছু কাল্পনিক উত্তর যুক্ত করেছে eআরকি। 

--বাড়িতে কল দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিন।

--পছন্দের গোরস্তানের নাম বাসায় জানিয়ে রাখেন।

--চুপচাপ থাকেন, ফ্রি রোলার কোস্টারের মজা নিচ্ছেন জানলে ভাড়া বাড়তে পারে।

--আপনি এনাতে উঠেছেন সমস্যা নেই, এখন শুধু খেয়াল রাখেন এনা যাতে আপনার উপরে না উঠে।

--পাইলট ও এয়ার হোস্টেসদের কথা মেনে চললেই হবে। শত হলেও এনা বাস লো বাজেট অ্যারোপ্লেন।

--এনা বাসে উঠলে আপনার সতর্ক থাকার দরকার নেই, এনা নাম দেখলে অন্যরাই সতর্ক হয়ে যাবে।

--বাংলাদেশ ও পৃথিবীর একমাত্র রেসিং বাস হলো এনা বাস। ইউ আর সো (আন)লাকি।

--দুই ধরনের মানুষ এনা বাসে ওঠে। একদল ঠেকায় পড়ে, আরেকদল ফ্যান্টাসি কিংডমের রাইড উপভোগ করতে। আপনি কোন দলের?

--আপনি সেই সৌভাগ্যবান, যে ফাস্ট এন্ড ফিউরিয়াস ৯ রিলিজ হবার আগেই দেখে ফেলবেন!

--কম টাকায় বিমানের অভিজ্ঞতা নিয়ে নিন।

--চিন্তার কিছু নেই। এনার সার্ভিস ৯৯% ভাল। খালি এক্সিডেন্টটা একটু বেশি করে আরকি!

--এত গতিতে চলে যে বাসের ভিতরে গ্রাভিটি ফেল। যাত্রীরা সিটের চাইতে পাঁচ ইঞ্চি উপরে ভাসে। সুতরাং সিটের পাশের হ্যান্ডেল শক্ত করে ধরে থাকতে পারেন।

--হানিফে যারা উত্তেজিত হয় না তাদের জন্য এনা।

--ভাইরে, আপনি আপনার পোস্টের কমেন্ট পড়তে থাকেন। অন্য কোনোদিকে ভুলেও তাকাবেন না, ভয়-টয় পাইতে পারেন। কমেন্ট পড়তে পড়তেই দেখবেন গন্তব্যে পৌছায়ে গেছেন...

১৩৪৫৪ পঠিত ... ০৬:২৫, জুলাই ১০, ২০১৭

Top