উন্নয়নের মহাপুকুরে
এক ছিল এক দেশ,
তার ছিল খুব উন্নয়ন
উন্নয়নে ভেসে ভেসে
ভাসত সবার দুই নয়ন।
বললে কথা, পড়তো বেড়ি
সেথায় লোকের হাতে-পায়,
দামের চাপে, দম বেরোতো
নুনও নেই, পান্তা ফুরায়।
রাস্তাগুলো চকচকে খুব,
উন্নয়নের সেই দেশে
একটুখানি বৃষ্টি হলেই,
রাস্তা? সাগর হাসে!
সেই সাগরে নৌকা চলে,
মানুষ মরে বিদ্যুতে
নগরপিতা সে দেশেরই,
পারে না আর বুঝ দিতে।
উন্নয়নের গুণগান,
বাজতো সেথায় সারাক্ষণ
ওপর থেকে পড়ত বাণী
‘দেখ শালা দেখ উন্নয়ন।’
ইউরোপের রাস্তা চেটে,
চলতো সেথায় রোড শো
সে রাস্তাতেই বৃষ্টি হলে,
লাশ মানুষের পড়তো।
ভোটের দিনে ভোট হতো না,
তবুও দিলে কারো চোট হতো না।
মানুষ তো নয় রোবট দিয়ে দিয়ে ভর্তি ছিলো দেশটা,
বলবে কে কী, ডাকবে নাকি নিজের জানের শেষটা?
সবই ছিলো সেই দেশেতে,
উড়ালসেতু, মেট্রোরেল,
উন্নয়নের মহাপুকুরে,
ভর্তি ছিল অনেক তেল।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন