শাহরুখের ছেলের নামের বানান ভুল করলো আনন্দবাজার

২১১৮ পঠিত ... ১৪:৫৯, অক্টোবর ০৪, ২০২১

srk chele anandabazar

মাদক সেবনের অভিযোগের শাহরুখ-পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। স্বাভাবিকভাবেই এমন খবর টপ অফ দ্য টাউন থাকার কথা, তবে সম্পূর্ণ ভিন্ন একটি কারণে বাংলা ভাষাভাষীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা। দেখা যায়, শাহরুখ-পুত্রকে নিয়ে করা নিউজে বানান ভুল করে 'আরিয়ান'কে 'আরিয়ান' লিখেছে পত্রিকাটাটি৷ আনন্দবাজার পত্রিকার ভক্ত মাত্রই জানেন, তাদের বানানরীতি অনুযায়ী আরিয়ান খানের নামের বানান হওয়া উচিত ছিলো 'অরিয়ন খান' বা 'অরিয়ন খন'।

anandabazar one liners (2)

এই বানান ভুলটি অনেকের মাঝে সন্দেহের জন্ম দিয়েছে বলেও খবর পাওয়া গেছে৷ গৌরী খানের এক ভক্ত (যিনি নিয়মিত আনন্দবাজার ফলো করেন) বলেন, 'লিখছে শাহরুখ পুত্র অথচ নাম লিখছে আরিয়ান। আমি তো ভয় পেয়ে গেছিলাম। শাহরুখ কি তাইলে আরেকটা বিয়ে করছে? যার নাম আয়ারিয়ায়ান৷ যেখানে থেকে দুইটা আ-কার বাদ দিয়ে আনন্দবাজার আরিয়ান লিখছে! ভয়ে আতঙ্কে গৌরী ম্যামকে ফোনও দিছিলাম, উনি বললেন শাহরুখের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, ভুল সম্ভবত আনন্দবাজার করছে।'

ক্ষেপেছেন সালমান ভক্তরাও৷ কে বড়? সালমান নাকি আরিয়ান? এমন একটা প্রশ্নও তুলেছেন অনেকে৷ এমনই একজন বলেন, 'সালমানকেও ঠিকই সলমন লেখেন এখনো! তাইলে আরিয়ানের ক্ষেত্রে কেন ছাড়! তবে কি সালমানের চেয়ে আরিয়ানকে বেশি শ্রদ্ধা করেন আপনারা! নাকি আরিয়ানের নাম সঠিকভাবে অরিয়ন না লিখে আপনারা আরিয়ানকে পাত্তা দেন বলে বুঝালেন!'

anandabazar one liners (1)

এমন ভুল কীভাবে হলো? জানতে চাইলে আনন্দবাজার পত্রিকার এক এডিটর নিজের ফেক আইডি থেকে বলেন, 'মাঝে মাঝে হয়ে যায়৷ কিছু করার থাকে না আসলে। দেখেন, নিজেদের নামেই আমরা ভুল করে বসে আছি। আমাদের রীতি অনুযায়ী আমাদের পত্রিকার নাম হওয়া উচিত 'অনন্দবজর'। অরিয়নের বিষয়টিও তেমন! অনিচ্ছুক ভুল যাকে বলে আরকি!'

২১১৮ পঠিত ... ১৪:৫৯, অক্টোবর ০৪, ২০২১

Top