দেশের আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এরপর ইভ্যালি প্রতারণার দায়ে ফেঁসে গেলেও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে পরিচিত ফারিয়া ছিলেন এক্কেরে নীরব। অবশেষে তিনি মুখ খুলেছেন। প্রতিষ্ঠানটিতে যোগদানের তিন মাস পেরিয়ে গেলেও এক টাকাও বেতন পাননি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে শবনম ফারিয়া বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন আমি পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’ (বাংলাদেশ প্রতিদিন)
জনসম্মুখে এই বিবৃতি দিলেও eআরকিকে দেয়া এক (কাল্পনিক) প্রাইভেট সাক্ষাৎকারে তিনি দিয়েছেন অন্য এক সঙবাদ। তিনি বলেন, 'দেখেন রাসেল ভাই যখন আমাকে যোগ দিতে বললেন ইভ্যালিতে, তখন থেকেই আমি জানি- এইখানে ৭২ ঘন্টায় এক দিন কাউন্ট হয়। তো প্রথম মাস যাওয়ার পরে আমি ভাবলাম যে আমার তো এখনো ১ মাস হয় নাই। ৭২ ঘন্টার হিসাবে মাত্র ১০ দিন গেছে। কিন্তু তিন মাস (২৪ ঘন্টার হিসাবে) যাওয়ার পর আমার টনক নড়লো। রাসেল ভাইকে কয়েকবার থ্রেট দিছি। এখন তো ঠিকই জেলের ভাত খাচ্ছে...'
এদিকে তাহসান খানের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি বরাবরের মতই মুখ খুলতে রাজি হননি। তবে তিনি অন্য একটি অনির্ভরযোগ্য সূত্র থেকে জানান, ইদানিং তার বিগত গানগুলো থেকে নতুন একটি গানের ম্যাশআপ করছেন। কয়েকদিন পর গান নিয়ে তিনি মিডিয়াতে হাজির হবেন। তবে তর সইতে না পেরে eআরকি'র গোয়েন্দা প্রতিনিধি কান পেতে তাহসানকে নিম্নোক্ত গানগুলো গাইতে শোনেন....
'ইভ্যালি তুমি আসবে এভাবে,
আবার হারিয়ে যাবে ভাবিনি...'
'এ যেনো সহজ স্বীকারোক্তি আমি ইভ্যালিতে নেই...'
'ইভ্যালি, ভ্যালি আমি কখনো তোমার হবো না,
রাসেল ভাই আপনি কখনো আমার হবেন না...
আ আ আ আ আ আ...'