শাহরুখ খানকে বহিষ্কার করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

২০৫১ পঠিত ... ১৬:২৭, অক্টোবর ০৮, ২০২১

মাদক সেবনের সময় পুলিশের হাতে ধরা পড়ে বর্তমানে পুলিশ হেফাজতে আছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান৷ সারা বিশ্বের পাশাপাশি বিষয়টি নজর এড়ায়নি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। eআরকি প্রতিবেদক অপূর্ণ রুবেল মারফত জানা যায়, সর্বসম্মতিক্রমে শাহরুখকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বহিষ্কার করেন সমিতিটির সভাপতি জায়েদ খান৷

shahrukh ke bohishkar

চলচ্চিত্র শিল্পী সমিতির এক বিবৃতিতে বলা হয়, 'ছেলেকে রাতে মেয়ে বন্ধুদের সাথে প্রমোদতরিতে পাঠিয়ে অশোভন কাজ করেছে শাহরুখ৷ একজন তারকা হিসেবে নিজের ছেলেকে এভাবে রাতে বাইরে যাওয়া ঠেকানো উচিত ছিলো তার৷ ভারতের চলচ্চিত্র সমিতি কী সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় ছিলাম আমরা৷ কিন্তু শাহরুখকে শাসন না করে উল্টা তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে ভারত চলচ্চিত্র শিল্পী সমিতি৷ পরিস্থিতির মূল্য বিবেচনায় এরপর আমাদের এগিয়ে আসা ছাড়া আর কোন উপায় ছিলো না৷ শাহরুখের পাশাপাশি ভারত চলচ্চিত্র শিল্পী সমিতি, শাহরুখের পাশে দাঁড়ানো অন্য তারকাদেরকেও আমরা বহিষ্কার করলাম।'

বিবৃতিটি সম্পর্কে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের একটি ফেক আইডির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, 'একজন পার্শ্ব অভিনেতা হয়ে শাহরুখের এমন কাজ ঠিক হয়নি। চলচ্চিত্র সমিতিকে বিতর্ক মুক্ত রাখতে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের এখানে কোন বিতর্কিত মানুষের ঠাঁই নেই৷ সেটা শাহরুখ হোক কিংবা লিওনার্দো ডি কাপালি।'

এ সময়ে জায়েদ খান শাহরুখের সাথে কাটানোর সময়গুলো নিয়েও কথা বলেন৷ তিনি বলেন, 'শাহরুখ যখন বলিউডে আসে আমরা একসাথে কাজ করতাম। গরিব ঘরের সন্তান, নায়ক হতে চাইতো৷ কাজ টাজ পাইয়ে দিতাম। এভাবেই একদিন অনেক উপরে উঠে যায় শাহরুখ৷ এরপর বেলাইনে চলে যায়। উশৃঙখল জীবন যাপন শুরু করে। তার ফলাফলই আজকে এমন পরিস্থিতি।'

২০৫১ পঠিত ... ১৬:২৭, অক্টোবর ০৮, ২০২১

Top