নাসুমকে থাপড়ানোর ছবি নেই বলে দীর্ঘশ্বাস ফেললেন তামিম ইকবাল

৪২৯৬ পঠিত ... ১৬:৩৮, আগস্ট ০৪, ২০২১

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টিটুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। জয়ের নায়ক ম্যান অফ দ্যা ম্যাচ নাসুম তুলে নিয়েছেন ৪টি উইকেট। ম্যাচে নিজের তৃতীয় ওভারের শুরুতে বল করতে আসা নাসুমকে মজার ছলে থাপ্পড় দিতে এগিয়ে যায় সাকিব আল হাসান। এর আগে নাসুমকে ঘরোয়া লিগে রেগে মারতে যায় মুশফিকুর রহিম। বলা বাহুল্য দুইটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Nasumer moto bina karone mair khay

এই ভাইরাল হওয়া দুটি ছবি দেখে বেশ হতাশ হয়েছেন তামিম ইকবাল। আমাদের সঙবাদ সঙগ্রাহক তামিম ইকবালের ফেইক হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে তিনি দুঃখের সুরে জানান, 'মুশফিক থাপ্রাইলো, এবার সাকিবও থাপ্রাইলো৷ সিনিয়র হিসেবে আমার কি অধিকার নেই নাসুমকে থাপড়ানোর! আমি তো বানের জলের ভাইসা আসি নাই, বাংলাদেশের টপ স্কোরার আমি৷ কাউকে থাপ্পড় দেয়ার অধিকার সবার আগে আমার।'

এরপরে তিনি বুক টান টান করে বলেন, 'সাকিব, মুশফিক দেশের মাটিতে থাপ্রাইতে গেছে। আমি ওকে আন্তর্জাতিক মাঠে থাপ্রাইতে যামু। দেশের বাইরে শুধু একবার খেলা পড়ুক। এরপর আমার হাত থেকে নাসুমকে কেউ বাঁচাতে পারবে না।'

Tamim-nasum

পরবর্তীতে তামিম ইকবাল তার ফেইক ফেসবুক একাউন্টে 'Apna tyme ayega' লিখে স্ট্যাটাস দেন।

তামিম ইকবালের পর একই দাবি জানিয়েছেন মাশরাফি ও মাহমুদুল্লাহ রিয়াদও৷ নিজেদের ফেক আইডি থেকে তারা দুজনে বলেন, 'যখন যা করেছি আমরা ৫ জনে একসাথে করেছি। এই কাজটাও একসাথে শেষ করতে চাই। নাসুমকে দুটোর আদর মাখা থাপ্পড়ের ভঙ্গি আমরাও করবো।'

এ ব্যাপারে নাসুম এর সাথে যোগাযোগ করতে গেলে নাসুম কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নিজের একটি ফেক আইডি থেকে দু-গালে নাজমুল হাসান পাপনের ছবি দিয়ে ট্যাটু লাগাবেন বলে জানান তিনি৷

৪২৯৬ পঠিত ... ১৬:৩৮, আগস্ট ০৪, ২০২১

Top