টানা ৩৪ বছর ধরে বিশ্বকাপ জিততে না পারা দল আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠীর অনেকেই জন্ম থেকেই হতাশ। এ এমন এক ফ্রাস্টেশন, যা হয়তো সবাই বুঝবেন না। অবশেষে এমন হতাশ সমর্থকগোষ্ঠির পাশে দাঁড়ালেন সদ্য হতাশা কাটিয়ে ওঠা লিভারপুলের সমর্থকেরা। হতাশার আড়াই যুগ পেরিয়ে ৩০ বছর পর প্রিমিয়ার লিগ জেতা দল লিভারপুলের সমর্থকেরা আছেন এখন অন্য মেজাজে।
কিন্তু, তবুও তাঁদের মানবিকতায় এতটুকু ফাটল ধরেনি এখনো। নিজেদের আনন্দের দিনে আরেক হতাশ সমর্থকগোষ্ঠি আর্জেন্টিনার কথা ভুলে যাননি তারা। আর তাই তো ফেসবুকে নিজেদের পরিচিত-অপরিচিত সকল আর্জেন্টাইন সমর্থকদের ইনবক্সে মোটিভেশনাল স্পিচের লিংক পাঠাচ্ছেন লিভারপুল সমর্থকেরা। এসব স্পিচের বেশিরভাগই বিভিন্ন মোটিভেশনাল সেলিব্রেটিদের ফেসবুক স্ট্যাটাস থেকে কপি-পেস্ট। অনেকে আবার বিভিন্ন পেজে কুড়িয়ে পাওয়া মোটিভেশনাল পোস্টগুলোও গণ-ফরোয়ার্ড করে দিচ্ছেন।
একজন লিভারপুল ফ্যান নিজের টাইমলাইনে মোটিভেশন দিয়ে লেখেন, 'হতাশারা যদি দুই ভাই হয়, তাহলে তাদের বড় ভাই আর্জেন্টিনা, ছোট ভাই লিভারপুল। এই প্রজন্মের কেউ এদেরকে বড় শিরোপা জিততে দেখে নাই। এতদিনের অপেক্ষার পর অবশেষে ছোট ভাই হয়েও আমরা আমাদের হতাশা কাটিয়ে উঠেছি। এবার আমাদের বড় ভাইদের পালা। আশা করি ২২ সালের বিশ্বকাপটা আর্জেন্টাইন ভাইদেরই হবে। কথা দিচ্ছি, ততদিন পর্যন্ত তোমাদের পাশে থেকে ইনবক্সে মোটিভেশনাল স্পিচের লিংক পাঠিয়ে কিংবা স্ট্যাটাস দিয়ে তোমাদের উৎসাহ দিয়ে যাবো।'
পোস্টটির নিচে এক হতাশ আর্জেন্টিনা সমর্থক কমেন্ট করেন, 'ভাই আপনি আমাকে যেটা দিছিলেন ওটা লিংক আনএভেলেবল দেখায়। কাইন্ডলি লিংক না দিয়ে কপি পেস্ট করে দিবেন।
তবে তারই নিচে এক ব্রাজিল সমর্থক কমেন্টে হালকা ইয়ার্কি করে লিখেছেন, 'বলেন তো আর্জেন্টিনা কখনো ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা কেন মিস করে নাই? কারণ তারা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে না... হা হা হা...'