১ টাকার নোটের ক্ষমতা আসলে কত জানেন? যদি বলি ১ টাকা = ২০ টাকা, মানবেন?
আসুন সারা দিনে একটি এক টাকার নোট বা কয়েনের যাত্রা দেখি।
ধরেন সকালে আপনি রিকসা ভাড়ার সঙ্গে এক টাকার একটা কয়েন দিয়েছিলেন। রিকসাচালক ভাবলেন একটু চা খেয়ে নিই। চায়ের দাম শোধ করার সময় দিলেন ওই কয়েনটা।
চাওয়ালা দুপুরে ভাত খা্ওয়ার সময় বিল দিতে গিয়ে কয়েনটা দিলেন হোটেলে। হোটেলের ম্যানেজার একটা সিগারেট খাওয়ার সময় ব্যবহার করলেন কয়েনটা, তার হোটেলের পাশেই পান-সিগারেটের দোকান।
সেই দোকানদার ১০০ পান কিনে আনতে পাঠালেন। দাম শোধ করার সময় আরও একবার ব্যবহার হলো কয়েনটা। পাইকারি পান বিক্রেতা সন্ধ্যায় বাড়ি ফেরার সময় এক কেজি সবজি কিনে ফিরলেন। তখন কয়েকটা গেল সবজিওলার কাছে।
সবজিওলা রাতে কারওয়ান বাজারে পাইকারি সবজি কিনতে খরচ করলেন কয়েনটা...
সারা দিনে যদি ২০ বার হাত বদল হয়, ওই এক টাকার ক্ষমতা কিন্তু হয়ে যায় ২০ টাকা!
ঠিকমতো ব্যবহার করতে জানলে এক টাকার ক্ষমতাও ২০ গুণ বেড়ে যায়। আর ১ হাজার টাকার নোট বইয়ের আড়ালে রেখে ভুলে গেলে ওটার দাম ০ টাকাতে স্থির থাকে।
একটা ফুলের সৌন্দর্য তখনই স্বার্থক হয়, যখন কেউ সেটা দেখে। এই জন্য বনের গভীরে আপনা থেকে ফুটে ঝরে যাওয়া ফুলের অন্তত সৌন্দর্যমূল্য নেই।
আপনার কী আছে বা কী নেই, এটা বড় কথা নয়। আপনার যা আছে, সেটাই পরিপূর্ণভাবে ‘ব্যবহার’ করতে পারছেন কিনা, তা-ই আসল।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন