বাংলা সিনেমায় মেলায় হারিয়ে যাওয়া ভাই-বোনের গল্প তো অনেক দেখেছেন। ছোটবেলায় হারিয়ে গিয়ে বড় হয়ে একে অন্যের দেখা পেয়ে আত্মহারা হয়ে যায়, তবে সিনেমায় নয় এমনই এক ঘটনা ঘটেছে এবার বাস্তবে। তবে মেলায় হারিয়ে গিয়ে নয়, ছোটবেলায় আলাদা দু’টি পরিবারের কাছে দত্তক দেওয়ার জন্য আলাদা হয়ে গিয়েছিলেন কোরিয়ার বুসান শহরে জন্ম নেওয়া দুই বোন। আনাইস বর্ডিয়ার এবং সামান্থা ফিউটারম্যান। দুই বোনের মধ্যে আনাইস পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং সামান্থা অভিনেত্রী। আনাইস বড় হয়েছেন ফ্রান্সের প্যারিসে অন্যদিকে সামান্থা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।
ঘটনার সূত্রপাত এক ইউটিউব ভিডিওতে। পড়াশোনার জন্য লন্ডনে থাকা অবস্থায় আনাইস একদিন এক ইউটিউব ভিডিওতে একদম অবিকল নিজের মতো এক অভিনেত্রীকে দেখতে পান। পরবর্তীতে কয়েকদিন স্টক করার পর আনাইস ফেসবুক মেসেঞ্জারে সামান্থাকে নক দেন এবং কয়েকদিন কথাবার্তার পর তারা ঠিক করেন স্কাইপিতে কথা বলবেন। কথা বলতে গিয়ে তারা জানতে পারেন তাদের দু’জনের জন্ম একইদিনে এবং একই শহরে। পরবর্তী ঘটনা আরও রোমাঞ্চকর, মোটামুটি একবছর পরে ডিএনএ টেস্ট করিয়ে এই দু’জন জানতে পারেন তারা আসলে জমজ বোন। যাদের ছোটবেলায় দুটো আলাদা দেশে দুটো আলাদা পরিবারের কাছে দত্তক দিয়ে দেওয়া হয়েছিলো।
একদম সিনেমার মতো এই ঘটনাটির অভিজ্ঞতা নিয়ে দুইবোন মিলে একটি বইও লিখেছেন Separated @ Birth: A True Love Story of Twin Sisters Reunited নামে। দুই বোনের মিলনের অবিশ্বাস্য এই ঘটনাটিকে ঘিরে একটি ডকুমেন্টারির কাজও চলছে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন