স্পোকেন ইংলিশ কোচিং খুলতে যাচ্ছেন শাহরিয়ার নাফিস

৫৩৭৬ পঠিত ... ২০:০৩, সেপ্টেম্বর ১৫, ২০১৯

ধারাভাষ্যকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিস। চলতি ওভাই ট্রাইনেশন সিরিজে খেলার দেখার সময় শোনা যাচ্ছে নাফিসের 'কিন্নরকন্ঠী' ধারাভাষ্য। অতীতে ভালো ব্যাটসম্যান হিসেবে পরিচিতি থাকলেও ধারাভাষ্যকার হিসেবে তার পারফরম্যান্স নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ শাহরিয়ার নাফিসের 'ফ্লুয়েন্ট ইংরেজি'র প্রশংসা করেছেন, আবার কারো কাছে বেশ বিরক্তিকর ঠেকেছে তার কন্ঠ ও বাচনভঙ্গী। কেউ বা তাকে ভোকাবুলারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

তবে অনির্ভরযোগ্য সূত্রে এরই মধ্যে জানা গেছে নতুন এক তথ্য! উঠতি কমেন্টেটরদের জন্য নিজেই একটি স্পোকেন ইংলিশ কোচিং চালু করতে যাচ্ছেন নাফিস। 'শাহরিয়ার্স' নামক এই কোচিংয়ে স্পোকেন ইংলিশ কোর্স করাবেন শাহরিয়ার নাফিস নিজেই।

এ ব্যাপারে জানতে আমাদের ইংলিশে দুর্বল প্রতিবেদক দ্রুত ছুটে যান মিরপুর স্টেডিয়ামে। টিকিট না থাকায় আমাদের প্রতিবেদক ভেতরে ঢুকতে ব্যর্থ হওয়ায় ফোনেই নিয়ে ফেলেন ধারাভাষ্য জগতের নতুন ত্রাস শাহরিয়ার নাফিসের মিনি-সাক্ষাৎকার।

ফোন ধরতেই তিনি স্পষ্ট ইংরেজিতে বলেন, 'হ্যালো, হু ইজ দেয়ার?' আমাদের পরিচয় জানার পর তিনি বলেন, 'শাহাদাত ভাইয়ের ওই ইন্টারভিউটার মতো কিছু না তো?' পরে আমরা অভয় দেয়ার পর শুরু হয় আলাপচারিতা।

হুট করে ধারাভাষ্য লাইনে কেন এলেন জানতে চাইলে নাফিস বলেন, 'লুক, আই লাইক কমেন্ট্রি। যেহেতু খেলার দিনগুলাতেও ম্যাক্সিমাম টাইম আই ইউজড টু সিট ইন দ্য ড্রেসিংরুম এন্ড লিসেন টু কমেন্ট্রি, আই হার্ড এ লট অফ ইট। দিস ইজ হাউ আই গট সো মেনি এক্সপেরিয়েন্স। সো ক্রিকেট খেলা আর কন্টিনিউ করতে না পারলেও আই গট এ ব্যাকাপ ক্যারিয়ার।'

স্পোকেন ইংলিশের কোচিং খুলতে যাচ্ছেন কিনা এমন প্রশ্ন শুনেই নাফিস একবার ইংরেজিতে হাসেন। পরে বাংলায় আরেকবার হেসে বলেন, 'লুক, ইউ রিমেম্বার আইসিএল? ইফ ইউ রিমেম্বার দেন ইউ উইল নো, দেয়ার ইজ এ লট অফ ক্রিকেটার্স হু নিড এ ব্যাকাপ ক্যারিয়ার। এন্ড ইংলিশ ইজ নিডেড টু পারস্যু এ ক্যারিয়ার ইন কমেন্ট্রি। সো ইফ দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ক্যান টিচ দেম।'

ঠিক কী ধরনের কোর্স থাকবে এই কোচিংয়ে জানতে চাইলে তিনি বলেন, 'ইফ ইউ ওয়ান্ট টু লার্ন কমেন্ট্রি, ইউ হ্যাভ টু হিয়ার লটস অফ কমেন্ট্রি। সো ইন দিস কোর্স ইউ হ্যাভ টু লিসেন টু লটস অফ কমেন্ট্রি। দিস ইজ হাউ আই লার্নট।'

আপনার ভোকাবুলারি সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন অনেকেই, সে ব্যাপারে কী বলবেন? নাফিস বললেন, 'প্লিজ লিসেন টু শামীম চৌধুরী এন্ড আতহার ভাই ফার্স্ট। কম্পেয়ারিং টু দেয়ার ভকাবুলারি, আই এম নোট দ্যাট ব্যাড।'

আর আপনার ভয়েজ যে অনেকেই পছন্দ করছে না, সে ব্যাপারে? প্রশ্ন শুনে 'সাইজ ডাজেন্ট ম্যাটার চপিং উড' স্টাইলে তিনি বলেন, 'ভয়েজ ডাজেন্ট ম্যাটার গিভিং কমেন্ট্রি।'

এ পর্যায়ে খেলার মধ্যে হঠাৎ আসল শাহরিয়ার নাফিসের কমেন্ট্রি শোনা যাওয়ায় আমাদের প্রতিবেদক উপলব্ধি করেন যে, তিনি রং নাম্বারে ফোন করে ভুল নাফিসের সঙ্গে কথা বলছিলেন। সুতরাং তক্ষুনি ফোন কেটে দিয়ে তিনি ক্রিকইনফোতে খেলার স্কোর জানার দিকে মনোযোগী হন।

৫৩৭৬ পঠিত ... ২০:০৩, সেপ্টেম্বর ১৫, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top