এ বছর সবচেয়ে বেশি চোখে পড়া মিম টেমপ্লেটের একটি ছিল 'উইম্যান ইয়েলিং এট ক্যাট' বা একজন নারীর একটি 'বিরক্ত' বিড়ালের ওপর রাগ ঝাড়ার টেমপ্লেট। অসংখ্য মিম বানানো হয়েছে এই টেমপ্লেটে। কিন্তু মজার বিষয় হলো, চেঁচাতে থাকা নারী এবং বিড়ালের সালাদ খাওয়ার ছবিটা আসলে দুটো ভিন্ন ছবি। রিয়েলিটি শো 'রিয়েল হাউজওয়াইফজ অফ বেভারলি হিলস'-এর টেইলর আর্মস্ট্রংয়ের ছবির সাথে স্মাজ নামক বিড়ালের সালাদ খেয়ে বিদঘুটে অভিব্যক্তি প্রকাশের ছবি এক সাথে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে missinggirl অ্যাকাউন্ট থেকে টুইট প্রকাশ করা হয়। এর পরই এই টেমপ্লেটের জন্ম।
অন্য সবার মতো এই ছবিটি দিয়ে মিম বানানো বাদ দিয়ে 'আনফিনস' নামক এক আর্টিস্ট এটি দিয়ে বানিয়েছেন একটি গল্প। ওয়েব কমিকের মাধ্যমে তিনি গল্পটি তুলে ধরেছেন টুইটারে। ডিসেম্বর মাসব্যাপী তিনি কমিকটি বানিয়েছেন কয়েকটি অংশে। কমিকের শেষে আইকনিক এই দৃশ্যটি আসে। কমিকটি দেখে অবশ্যই আবেগপ্রবণ হয়ে উঠবেন আপনিও।
১#
২#
৩#
৪#
৫#
৬#
৭#
৮#
৯#
১০#
১১#
১২#
১৩#
১৪#
১৫#