চিকিৎসার জন্য ভারত গমন সহজ করায় ধন্যবাদ জানালেন নিম্ন আয়ের মানুষেরা

৮৯ পঠিত ... ১৬:২৪, জুন ২৯, ২০২৪

20 (18)

বাংলাদেশের মানুষদের ভারত যাত্রা এখন আগের চেয়ে আরও সহজ হয়েছে। চাইলেই যে কেউ চিকিৎসার জন্য ভারত যেতে পারে। গত এক দশকের বেশি সময় ধরে ভারত-বাংলাদেশ সম্পর্কে এটিকে অনন্য এক অর্জন বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

ভারতের ভিসা সহজ হয়ে যাওয়ার খুশীতে আনন্দের বন্যা বইছে নিম্ন আয়ের মানুষদের ঘরে ঘরে। অসুস্থ হলে সহজে ভারত যাওয়ার খুশীতে অনেকে খুশীতে অসুস্থও হয়ে যাচ্ছেন। একাধিক অবিশ্বস্ত সূত্র থেকে এমনটাই জেনেছে eআরকি।  

এমনই একজন রিকশাচালক জামাল। নুন আনতে পান্তা ফুরালেও চিকিৎসার জন্য ভারত যাওয়ার খুশীতে আনন্দে আত্মহারা তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে নিজের ফেক আইডি থেকে জামাল বলেন, চিকিৎসার জন্য ভারত যাত্রা আগের চেয়ে সহজ হয়েছে। চিকিৎসার জন্য চাইলেই এখন ভারত যেতে পারব। ইচ্ছে করছে খুশীতে অসুস্থ হয়ে যাই।  

বাংলাদেশের চিকিৎসাখাতে এমন অর্জনকে গত কয়েকদশকের সেরা সাফল্য বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। নিজ দেশের চিকিৎসাখাত উন্নয়ন নাকি চিকিৎসার জন্য প্রতিবেশি দেশের ভিসা সহজকরণ—কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? আমাদের এমন এক প্রশ্নে এক বিশ্লেষক বলেন, দেশের চিকিৎসাখাত উন্নয়ন ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সহজকরণ, এই দুইটার মধ্যে জ্ঞানীরা সবসময় দ্বিতীয়টাকেই বেছে নেবে।  

একটু ব্যাখ্যা করে তিনি বলেন, চিকিৎসাখাতে উন্নয়নে কত কিছু করা লাগে। মেশিনারিজ কেনো, মেশিনারিজ নষ্ট হলে ঠিক কর, দুর্নীতি দূর কর—কত কী! এরচেয়ে ভিসার ব্যাপারটা দেখেন সহজ। তাছাড়া দেশে চিকিৎসা করালে সেখানে ঘোরাঘুরির সুযোগ নেই। ভারত গেলে তো চিকিৎসার পাশাপাশি ঘোরাঘুরিটাও হয়ে যাবে। 

৮৯ পঠিত ... ১৬:২৪, জুন ২৯, ২০২৪

Top