মেয়েদেরকে কাটা তরমুজ বলায় সেন্টি খেলো তেঁতুল ও খোলা মিষ্টি

৯২৮ পঠিত ... ১৬:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২১

tetul senti

সম্প্রতি আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলতে গিয়ে তালেবানের এক কর্মকর্তা হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো বলে মন্তব্য করেছেন। তালেবানের ওই সদস্য বলেন, ‘আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা নারীরা হলো ‘কাটা তরমুজ’।

তালেবান নেতার এমন মন্তব্যে নারীদের কিছু আসে যায়নি, কারণ এসব তো আর নতুন কিছু না! তবে অত্যন্ত মন খারাপ করেছে তেঁতুল। একটি ইনডোর সাক্ষাৎকারে তেঁতুল eআরকিকে জানায়, 'এত সহজে আমাকে সবাই ভুলে যাবে, এই কথা ভাবতে পারছি না। এর আগে হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা শফী বলছিলো, তেঁতুল দেখলে মানুষের যেমন জিভে জল আসে তেমনি নারীদের দেখলে "দিলের মইধ্যে লালা বাইর হয়"। আজকে শফি সাহেব নাই বলে দেখেন, হুট করে আমাদেরকে ভুলে তরমুজকে টেনে নিলো। আরে ভাই, তরমুজকে দেখলে কি আপনাদের লালা আসে? দেখতেই মনে হয় ভোম্বল দাস। আর আমার ফিগার দেখছেন?'

তেঁতুল আরও জানান, 'প্রথম দিকে কাঁঠালের সাথে একটু ঝগড়াঝাটি লাগছিলো। জাতীয় ফল হওয়ার পরও কেন তার সাথে তুলনা দেওয়া হয় নাই তা নিয়ে তাঁর দুঃখ ছিল। পরে যখন তার নিজের বিশাল বিচির কথা মনে পড়ছে, একটু ঠান্ডা হইছে। তবে তালেবানদের কাছ থেকে এইটা আশা করি নাই। আরও গভীর কিছু বলতে পারতো...'

তালেবানের এই বক্তব্যে তেতুলের পাশাপাশি মন ভেঙেছে কমলার কোয়া, ছিলা কলা, খোলা মিষ্টি, খোলা গুঁড় সহ আরও বেশ কিছু খাদ্যদ্রব্যের। এমন অবিচারের শাস্তিতে আজ জাতীয় ফ্রুট ক্লাবের সামনে এক সভার আয়োজন করেছে তারা।

৯২৮ পঠিত ... ১৬:০৯, সেপ্টেম্বর ১৪, ২০২১

Top