এক কেজি কাঁচামরিচ কিনলেই নাম উঠে যাচ্ছে দুদকের ডেটাবেইজে

৮৪ পঠিত ... ১৬:৪৪, অক্টোবর ১৯, ২০২৪

28 (19)

বর্তমানে সবজির বাজারে কাঁচামরিচের ঝাল সবচে বেশি। এক কেজি কাঁচামরিচ কিনতে গেলেই পকেট থেকে গুনতে হচ্ছে স্থান ভেদে ৪০০ থেকে ৮০০ টাকা। ৮০০ টাকা দিয়ে শুধু মরিচ নয় পাওয়া যাচ্ছে সতর্কবার্তা।

কাঁচাবাজারে মরিচ কিনতে গেলেই সতর্কবার্তা দিচ্ছেন মরিচ বিক্রেতারা। কিসের সতর্কবার্তা সেটা খোলাখুলি না বললেও বোঝা যাচ্ছে কোনো এক ঘাপলা আছে এটার মধ্যে।

আজ সকালে eআরকির বাজার প্রতিনিধি বাজার ঘুরতে গেলেই দেখে যে, যেই এক কেজি কাচা মরিচ কিনছে তাদের কাছেই দুদকের ফোন কল আসছে। এই কারনেই দোকানীদের এই সতর্কবার্তা।

রাকিব নামের এক ভোক্তা eআরকি প্রতিনিধিকে জানান এ মাসে বেতন বোনাস মিলে বেশ ভালো মোটা অংকের টাকা পেয়েছিলেন। আজ ৮০০ টাকার মরিচ কাল ১৬০০ টাকা হয়ে গেলে পরে আসফোস করা লাগবে, এই ভেবে ৮০০ টাকা খরচ করে টসটসে সবুজ কাচা মরিচ কিনে ফেলেছিলেন। আর এর পর থেকে শুরু হয় যত বিপত্তি।

বাজার করে বাসায় ফেরার পথে তিনি একটা মেসেজ পান। মেসেজটা দুদক থেকে— ‘অভিনন্দন! আপনি এক কেজি কাঁচামরিচ ক্রয় করেছেন। আপনার আর্থিক সামর্থ্য যাচাই করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট দুদকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

eআরকি প্রতিনিধি দুদকের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, যারা ৮০০ টাকা দিয়ে মরিচ কিনছে তাদের ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চাচ্ছিলাম। এক কেজি কাঁচামরিচ যারা কিনতে পারেন, তাদের অর্থের উৎস নিয়ে আমাদের একটা ধারনা নিতে চাই, বুঝলেন তো?’

দুদকের এক কর্মকর্তা তার ফেইক একাউন্ট থেকে স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশে মানুষ ৮০০ টাকা কেজি দরে মরিচ কেনে কীভাবে? ঘুষ আর দুর্নীতি ছাড়া এত টাকা দিয়ে মরিচ কেনা সম্ভব নয়। গুলশানের বাঘা বাঘা বড়লোকরাই এখন এক পোয়া করে মরিচ কিনছে। এক কেজি মরিচ কিনলেই আমাদের ডেটাবেইজে আপনার নাম চলে আসছে। এখন পর্যন্ত সবাই মরিচ দেখেছেন, কিন্তু মরিচের আসল ঝাল এখনও দেখেননি।



৮৪ পঠিত ... ১৬:৪৪, অক্টোবর ১৯, ২০২৪

Top