বদলাচ্ছে ডিসকভারি চ্যানেলের বিয়ার গ্রিলসের চেহারা; প্রাধান্য পাবে কলাপাতায় থাকার দক্ষতা।

৩০৬ পঠিত ... ১৭:২৯, আগস্ট ২৪, ২০২৪

WhatsApp Image 2024-08-24 at 16.57.29_fdb00b7c

জেনজিদের ছোটোবেলার বিনোদনের জন্য যে কয়েকটা বিষয় প্রাধান্য পেত তার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ডিসকভারি চ্যানেল। ডিসকভারি চ্যানেল খুলে বসে থাকলে সময় কখন পার হয়ে যেত তার ইয়াত্তা বোধ করি কেউ রাখতে পারত না। একটার পর একটা প্রোগ্রামে ঘরে বসেই আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া মহাদেশ ঘুরে আসার সুযোগ পেতাম আমরা। তবে সবচেয়ে থ্রিলিং এবং এক্সাইটিং প্রোগ্রাম ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড।

বিয়ার গ্রিলস নামক এক ভদ্রলোক মাঝেমাঝেই কোথায় যেন আটকা যেতেন। আটকা পড়লেই যে ঘাবড়ে যাবেন এমন না। তিনি এক অকুতোভয় অভিযাত্রী। হাতের কাছে যা কিছুই থাকবে সেটা দিয়েই তিনি জান বাঁচাবেন। দরকার পড়লে নদীতে হাত দিয়ে মাছ শিকার করবেন, ভয়াবহ হিংস্র বন্য শুকরকে ফাঁদ পেতে আটক করবেন রাতের ডিনারে জন্য।

আমরা যারা বিয়ার গ্রিলসকে দেখে বড় হয়েছি তারা জানি জীবনে যেকোনো সিচুয়েশন থেকে কীভাবে বেঁচে ফিরে আসা যায়। সম্প্রতি বিয়ার গ্রিলসের মতো দুঃসাহসী এক অভিযানে নামেন জাস্টিস মানিক। শেখ হাসিনার ভক্ত জাস্টিস মানিক হয়ত বিয়ার গ্রিলসকে দেখে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় পার করেছিলেন। তাই শেখ হাসিনা পালানোর পর তিনি নিজে এক সলো অ্যাডভেঞ্চারে দেশ ত্যাগ করার উদ্দেশে রওনা হন।

তিনি আসলে কতটা ধুরন্ধর তা বোঝা যায় তার পালানোর টাইমিং দেখে। বন্যার সময় সবাই যখন ত্রান, বোট ও ভলান্টিয়ারিজমে ব্যস্ত তিনি তখন একা একা সিলেরটের সীমান্ত দিয়ে ভারতে যাবার প্রিপারেশন নিচ্ছিলেন। দরবেশ বাবা দাড়ি কামিয়ে নতুন লুক এনেছেন, আর জাস্টিস মানিক নতুন লুক এনেছেন দাড়ি বড় করে।

ছদ্মবেশ ধারনের দক্ষতার জন্য তাকে দশে দশ দেওয়া যায়। সিলেটের মতো দুর্গম এলাকা বাছাই করার জন্য তাকে আরও দশে দশ দেওয়া যায়। এরপর তিনি রাতে আশ্রয়ের জন্য কলাপাতা দিয়ে মুড়ে রেখেছিলেন নিজেকে, এজন্য তাকে দশে দশ দেওয়া যায়। কিন্তু একটা বিষয়ে তিনি মার খেয়ে গেছেন। তার ভাগ্যকে দশে দুই দেওয়াই বেশি হয়ে যাচ্ছে। পালানোর সময় এক লোক তাকে দেখে ফেলেন। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থান করার সময় বিজিবির কাছে খবর আসে এক অপরিচিত লোক সীমান্ত পার হবার চেষ্টা করছে।

জাস্টিস মানিকের এমন দুঃসাহসী অভিযানের কথা বিবিসিসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পর ডিসকোভারি চ্যানেল নতুন করে ম্যান ভার্সেস ওয়াইল্ড প্রডাকশনের ঘোষণা দিয়েছে।  বাংলাদেশ ভিত্তিক শো গুলোর জন্য জাস্টিস মানিক একদম পারফেক্ট কাস্ট হবেন বলে তাদের ধারণা।

৩০৬ পঠিত ... ১৭:২৯, আগস্ট ২৪, ২০২৪

Top