যে কারণে শীত শুধু ব্যাচেলরদেরই ঋতু

৫১৭ পঠিত ... ১৭:৪০, নভেম্বর ১১, ২০২৩

9

শীতের সাথে কম্বল আসে, চাদর আসে, কুয়াশা আসে, কানটুপি আসে শুধু বউ আসে না। ব্যাচেলর ছেলেদের প্রতি শীতের মতো এই শীতেও এটাই আক্ষেপ এবং হাহাকার। অথচ হাহাকার করার কোন কারণ নেই। কারণ শীতই একমাত্র ব্যাচেলর নির্ভর ঋতু। এক বউ ছাড়া বাদ বাকি সব সুবিধা, বরং বউ থাকলেই অসুবিধা। দেখুন কিভাবে…

 

১. একটা টিশার্ট সাত দিনের বেশী সভ্য সমাজে পরাই যায় না। অথচ শীতে একটা টিশার্ট হলেই পুরা তিনমাস কাটিয়ে দেয়া যায়। কেবল টিশার্টের উপর একটা চাদর কিংবা যে কোন শীতবস্ত্র হলেই হবে। ভিতরে ময়লা টিশার্ট, ওপরে চাদর পরে হাল ফ্যাশনের সভ্য সমাজকে দেখিয়ে দিন।

অথচ বউ থাকলে ময়লা টিশার্ট পরার অপরাধে আপনাকে ঘর থেকে বেরও করে দিতে পারে!

 

২. ব্যাচেলর জীবনে আলাদা করে যদিও গোসলের কোনো গুরুত্ব নেই। বউ নেই তো গোসলও নেই। তবুও নিয়মিত গোসল করতে হয় দুষ্টু ঘামের গন্ধের কারণে। শীতে গোসলকে ঝেঁটিয়ে বিদায় করা যায়। ঘাম নাই তো, আপনি নিজেই সভ্য সমাজের ধারক বাহক।  

অথচ বউ থাকলে গোসল না কইরা যদি তার কাছে যেতেন তবে গোসল করার কোন উপলক্ষ তৈরি হতো না!

 

৩. ঘুম হলো ব্যাচেলর জীবনের এক নিবিড় আনন্দ। গরমে ঘুমের নানা ঝামেলা হয় বলে ব্যাচেলর জীবন মাঝে মাঝে অসুখী। কিন্তু এই শীত দিচ্ছে আপনাকে মরার মত ঘুমের আনন্দ।

পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আপনার মনে হবে-উফ! কী আরাম, আরও পাঁচটা মিনিট ঘুমাই।

অথচ বউ থাকলে আপনার ঘুম বউয়ের ঘুমের সাথে ভেঙে খান খান হয়ে যেতো!

 

৪. আপনি একজন মানুষ, আপনার একটা বিছানা আছে, আপনার একটা দেহ আছে এবং আপনার একটা কম্বল আছে। সে বিছানায়, সে দেহ চিৎ করে ফেলে, সে কম্বল দেহের উপরে নিচে জড়িয়ে ঘুম, ঝিম সব মারুন।

অথচ বউ থাকলে আপনি একজন মানুষ, আপনার একটা বিছানা আছে, আপনার একটা দেহ আছে, আপনার একটা বউও আছে অথচ আপনার কম্বল আছে একটা। সে কম্বল আপনি প্যাচাইলে বউ পায় না, বউ প্যাচাইলে আপনি পান না। মাঝরাতে আরামের ঘুম হারাম। ক্যাচাল, দাম্পত্য কলহ। দা বটি দিয়ে কোপাকুপি। শীতে কাটা ছেড়া সহজে ভালোও হতে চায় না! তারপর আবার দুজন দুই দুই কম্বলে।

 

অতএব প্রিয় ব্যাচেলর সমাজ, আসুন ব্যাচেলরনির্ভর ঋতু শীতকে হাহাকারে নয়, কম্বল জড়িয়ে বরণ করে নিই আনন্দে। আমরা ব্যাচেলর। সাম্রাজ্য আমাদের। কারণ আমাদের বউ ছাড়া সব আছে। বিবাহিতদের  বউ ছাড়া কিচ্ছু নেই!

৫১৭ পঠিত ... ১৭:৪০, নভেম্বর ১১, ২০২৩

Top