ইদের সময় যেসব কারণে দর্জি হতে মন চায়

৬৬২ পঠিত ... ১৬:২৬, এপ্রিল ১২, ২০২৩

Dorji

বিশেষ করে রোজার মাসে, ইদের আগে আগে একেকজন দর্জি হয়ে ওঠে, মেয়েদের কাছে মহানায়ক বা ওরকমই কিছু একটা! এসব দেখে আমার খুবই ইচ্ছা করে যে, ইদের আগে সব ছেড়েছুড়ে রীতিমতো দর্জিই হয়ে যাই!

 

যাহোক, ইদের আগে আমার এই দর্জি হতে চাওয়ার পেছনে আছে সর্বমোট আটটি কারণ। আমি নিশ্চিত এই কারণগুলো পড়লে দুনিয়ার সব পুরুষই ঠিক আমার মতোই দর্জি হতে চাইবে।

১#

একবার দর্জি হলে আর কোনো চিন্তা নেই। আশেপাশে সবসময় এলাকার সুন্দরি মেয়ে থাকবে।

 

২#

সুন্দরি মেয়েদের কল লিস্টে ওদের বয়ফ্রেন্ডের নম্বর থাকবে না। থাকবে আমার নম্বর।

 

৩#

পরিশ্রম করে একবার দর্জি হতে পারলে রাত-বিরাতে মেয়েরা ফোন করে বলবে, ‘ভাইয়া, আমারটা কবে ধরবেন।‘

 

৪#

ঠিকঠাকভাবে ক্লায়েন্টের মন মতো জামা বানাতে পারলে মেয়েরা এসে বলবে, ‘বেশ ভালো হয়েছে ভাইয়া। আমার বান্ধবীকেও আপনার কাছে নিয়ে আসবো।‘

 

৫#

ইদের ঠিক আগেরদিন এক্সের জামা নষ্ট করে দিয়ে চরম প্রতিশোধ নেয়া যাবে।

 

৬# 

জামা আটকে রেখে ইদের আগেরদিন অবধি ক্রাশের কাছ থেকে পাত্তা পাওয়া যাবে।

 

৭#

এলাকার কোন মেয়ের কোন কালার পছন্দ সেটা জানা যাবে। এরপর এইসব ইনফরমেশন তাদেরকে পটাতে চাওয়া ভাইয়াদের কাছে শেয়ার করে কিছু আলাদা ইনকামও করা যাবে।

 

৮#

যেসব মেয়েরা মেসেজ সিন করে না কিংবা সিন করে রেখে দেয়, চরম প্রতিশোধ নেয়া যাবে তাদের উপরও। ‘ভাইয়া, জামাটা কবে হবে?’ এইসব মেসেজ আনসিন ফেলে রেখে ওদেরকে চিন্তায় ফেলে দেয়া যাবে।

৬৬২ পঠিত ... ১৬:২৬, এপ্রিল ১২, ২০২৩

Top