চাঁদ সম্পর্কে যে তথ্যগুলো কেউ কোনদিন শোনেনি

১০৩৪ পঠিত ... ১৪:৪৭, মার্চ ২৫, ২০২৩

Chnder-tottho (1)

চাঁদ সম্পর্কে আপনারা অনেক তথ্য শুনে থাকলেও এমন কিছু তথ্য আছে যা কোনদিন শোনেননি! এসব তথ্য সাধারণ মানুষদের থেকে শোনা যায়ও না। এসব তথ্য শুধুমাত্র eআরকির মাধ্যমেই পাওয়া যাবে! তাই দেরি না করে এখনই সব তথ্য জেনে নিন।

 

১#

চাঁদ অবিবাহিত। কারণ চাঁদ মামা থাকলেও চাঁদ মামি নেই।

 

২#

ছোটবেলায় চাঁদ ছেলেদের মামা থাকলেও, বড় হতে হতে প্রেমিকা হয়ে যায়।   

 

৩#

চাঁদ মামার নাম ব্যবহার করে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে চান্দের গাড়ি নামক যে যানটি চলে, তার সাথে চাঁদের কোনো সম্পর্ক নেই। 

 

৪#

কবিদের কাছে চাঁদের ভিন্নতা রয়েছে। কারও কাছে চাঁদ প্রেমিকার সমান হলেও, কারও কারও কাছে চাঁদ আসলে ঝলসানো রুটি।

 

৫#

সবাই মনে করে চাঁদের একটি অন্ধকার দিক আছে। মূলত চাঁদের ওইদিকটায় সবসময় লোডশেডিং চলে। হ্যাঁ, শুধু বাংলাদেশে না, চাঁদেও লোডশেডিং হয়।  

 

৬#

চাঁদের চেহারায় আমরা যে দাগ বা গর্তগুলো দেখি এগুলো আসলে ব্রণের দাগ। সারারাত জেগে ফোন টেপার ফলে এইগুলো জন্ম নিয়েছে।  

 

৭#

চাঁদ শুধু আকাশের দিকে তাকালে দেখা যায় না। মাঝে মাঝে মহল্লার বিভিন্ন বাসার ছাদেও দেখা যায়।

 

৮#

চাঁদ আলোকিত মানুষ হতে নিয়মিত বিশ্বসাহিত্য কেন্দ্রে যায়। কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নেই।

 

৯#

চাঁদের নিজস্ব কোনো আলোও নেই, নিজস্ব কোনো প্রথম আলোও নেই। 

 

১০#

২০১৩ সাল থেকে চাঁদে নিয়মিত একজন বাংলাদেশি বসবাস করে। লইট্টা ফিস তার অত্যন্ত প্রিয়।

১০৩৪ পঠিত ... ১৪:৪৭, মার্চ ২৫, ২০২৩

Top