অফিসে যে ভদ্রতাগুলো অবশ্যই মেনে চলবেন

১১৬১ পঠিত ... ১৮:০৫, আগস্ট ০৪, ২০২২

Office-er-vodrota

অফিস যাচ্ছেন না আপনি? অবশ্যই যাচ্ছেন, তাহলে বস কি আর আস্ত রাখতো। কিন্তু ডেইলি যে যান, অফিসের আদব-কায়দাগুলো মেনে চলছেন তো? কী বললেন? কী কী আদব-কায়দা? দেখে নিন খুব দ্রুত…

 

# পুরুষ বসের ঘরে মহিলা কর্মীর ডাক পড়লে, বা মহিলা বসের ঘরে পুরুষ কর্মীর; আপনার একটা বাঁকা হাসি দেয়া চাইই চাই।

 

# গান শুনতে ইচ্ছা করলে হেডফোনের কথা ভুলে যান। ল্যাপটপে জোরে জোরে গান শুনুন। আপনার পছন্দই সকলের পছন্দ।

 

# সহকর্মীকে মন দিয়ে কাজ করতে দেখলে চেগিয়ে বসে লম্বা আলাপ দিন। কাজ করে কে আর কী করতে পেরেছে?

 

# পিয়নকে সুযোগ পেলেই এটা-সেটা ফরমায়েশ দিয়ে বাইরে পাঠান। অফিস তো পিয়নকে নিয়োগই দিয়েছে সবাইকে বাদ দিয়ে আপনার সেবা করার জন্য।

 

# অফিসের প্রিন্টারে ছেলেমেয়ের অ্যাসাইনমেন্ট প্রিন্ট করিয়ে নেন। অযথা বাড়তি খরচ কেন করবেন?

 

# অফিসিয়াল ট্যুরে পাঠানো হলে অবশ্যই হিসেবে নয়-ছয় করবেন। হাজার টাকাল হোটেলের ভাড়াকে ২ হাজার টাকা দেখানো আপনার কর্তব্য।

 

# ক্যান্টিনে খেতে গেলে অবশ্যই ২ ঘণ্টা ধরে গল্প করবেন।

 

# অজুহাত সবসময় রাখবেন ঠোঁটের আগায়।

 

# পুরুষ কলিগ হিসেবে অফিসের নারী সুন্দরী কলিগকে ২ দিন পরপর কফি খাওয়ার অফার দেবেন।

 

# কাজ করুন আর না করুন, আপনি যে কত কাজের লোক; ঘুরে ঘুরে সেটা সবার সাথে আলাপ দিন।

১১৬১ পঠিত ... ১৮:০৫, আগস্ট ০৪, ২০২২

Top