বাসের প্যাসেঞ্জার হিসেবে যে দায়িত্বগুলো অবশ্যই পালন করবেন

১২০৩ পঠিত ... ১৭:১৫, জুন ১২, ২০২২

Bus-er-Passenger

শহুরে জীবনে বাস একটা অত্যাবশ্যকীয় বিষয়। তাতে চড়েননি, এমন মানুষ হাতেগোনা। তবে চড়লেই হয় না, এতে চড়তে গেলে পালন করতে হয় বিশেষ কিছু দায়িত্ব। সেইসব দায়িত্বগুলোই তুলে এনেছে আমাদের ‘বাসে চড়া গবেষক সেল।‘

 

১# পুরুষ প্যাসেঞ্জার বাসে উঠলে লেডিস সিট ফাঁকা দেখলেই টুপ করে বসে পড়বেন।

 

২# চিনাবাদাম কিনলে অবশ্যই সেগুলো ছিলিয়ে ভালো করে ফুঁ দিয়ে চারদিকে খোসাগুলো ছড়িয়ে দেবেন।

 

৩# কন্ডাক্টর ভাড়া তুলতে আসলে গম্ভীর গলায় কোনো কারণ ছাড়াই ‘পরে নিস’ বলবেন।

 

৪# স্টপেজে কেন নামবেন? সরকারি রাস্তা তো আপনারও রাস্তা। ট্যাক্স দেন না? যেখানে খুশি সেখানে নামবেন।

 

৫# সিট না থাকলে এমনভাবে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়াবেন, যেন আপনার ফাঁক গলে একটা সুঁইও পেছনে যেতে না পারে।

 

৬# চালককে একটা-দু’টা গালি দেবেন। মনে রাখবেন,

ডিম হয় হালিতে

চালক ফিট গালিতে।

 

৭# জানালার পাশে সিট পেলে সামনের রিকশায় ছ্যাপ-কাশি ফেলা আপনার নৈতিক দায়িত্ব। চাইলে বমিও করতে পারেন।

 

৮# সিটে বসার পর পা একেবারে চেগিয়ে বসবেন। আরেকজনের যেন বসতে খবর হয়ে যায়।

 

৯# সহযাত্রী ফেসবুকিং করলে অবশ্যই উঁকি দিয়ে দেখবেন। দরকার হলে একট-দু’টা পরামর্শও দেবেন।

 

১০# বাসে কখনও হেডফোন ব্যবহার করবেন না। লাউড স্পিকারে জোরে জোরে গান শুনিয়ে আপনার সঙ্গীতরুচি বাসের সবাইকে জানাবেন।

 

১২০৩ পঠিত ... ১৭:১৫, জুন ১২, ২০২২

Top