'বুলবুলি' গানটির ব্যাপারে স্ট্যাটাস দিয়ে যেভাবে নিজেকে সংগীত বোদ্ধা প্রমাণ করবেন

১৩৮৪ পঠিত ... ১৪:৫২, এপ্রিল ১৬, ২০২২

Bulbuli

'বুলবুলি' গানটির ব্যাপারে স্ট্যাটাস দিয়ে যেভাবে নিজেকে সংগীত বোদ্ধা প্রমাণ করবেন

 

কোক স্টুডিও বাংলার তৃতীয় গান চলে এসেছে।এখনই সবাই গানটির চুলচেরা বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেয়া শুরু করবে। নবাগত এই ইস্যুর ঝড়ে নিজেকে টিকিয়ে রাখতে আপনাকেও দিতে হবে মতামত। দিতে হবে স্ট্যাটাস।

আপনাদের জন্য তেমনই কিছু স্ট্যাটাস তৈরি করেছে eআরকি গবেষক দল। জাস্ট পিক করুন, কপি পেস্ট করুন, আর দিয়ে দিন আপনার স্ট্যাটাস।

 

এই গান দিয়ে কোক স্টুডিও বাংলা কীভাবে টিকে থাকবে বুঝতে পারছি না। এছাড়া, গানের টেম্পো আরেকটু কম হলেই ভালো হত৷ এত ফাস্ট রিদমে গানটা ঠিক যাচ্ছে না৷

 

এত সুন্দর গান অনেকদিন শোনা হয় নাই৷ কী সুন্দর…

নদীর ঢেউ এর মত কুলুকুলু শব্দে গানটি গেয়ে ফেললো ঋতুরাজ! নন্দীতা মেয়েটার কথা আর কী বলব! যেন স্বর্গীয় সুর এসে ভর করেছে ওর গলায়। এ যেন অন্য এক কোক স্টুডিও! সত্যিই, বাংলা গানের এক নতুন স্ট্যান্ডার্ড তৈরি হল এবার।

 

এবারো হতাশ করল কোক স্টুডিও বাংলা। বৈশাখের মধ্যে নজরুলরে ঢুকায়া পুরাই মাখায়া ফালাইলো। যখনই ভাবতেছি 'এসো হে বৈশাখ', তখনই মাথায় আসতেছে 'বুলবুলি'। মানে, দিনটাই মাটি৷

 

সবই ঠিক আছে৷ গানটাও জোস। কিন্তু ফিমেল পার্টটা ঠিক জমলো না। ওইখানে একটা রবীন্দ্র সংগীত দিয়া দিলে ভালো হইতো। ক্যান ইউ ইমাজিন, রবি ঠাকুর আর নজরুল মিক্স হইলে কী দাঁড়াইতো জিনিসটা!

 

আমার কাছে মনে হয়েছে, স্কেলটা মেলে নাই। আরেকটু ভারি গলার কেউ গানটা গাইলে ভালো হইতো। এই যেমন তানজীর তুহিন আর ডলি শায়ন্তনি হইলে ব্যাপারটা জমতো।

 

এতদিন পর একটা গানের মত গান শুনলাম। মনে হইলো, সুফি মিউজিকের ঘরানায় একটা দারুণ পপ গান শুনলাম। একদম র‍্যাগে র‍্যাগে ফিল। এমন গান আরো চাই।

 

নাসেকের মত না হইলেও গানটা 'মাওলানা'রে টপকাইতে পারছে৷ একদমই নতুন লেভেলের গান। এই ধরেন, সকাল থেকে দুপুর অব্দি শোনা যায়। বিকালে যায়া গানটা আর নেয়া যায় না।

 

গান ছিলো আমাদের নাইনটিজে৷ এইসব 'বুলবুলি' 'টুলবুলি' তখন ভাত পাইতো না। অবশ্য এই জেনারেশনের এমন ক্লাসিক গানই শোনা উচিত। এরা তো গান মানেই বোঝে লম্বা চুলে মাথা ঝাঁকানো। একটু রুটে যাওয়া দরকার। তবে আমি অবশ্যই এদের নিয়ে আশাবাদী৷

১৩৮৪ পঠিত ... ১৪:৫২, এপ্রিল ১৬, ২০২২

Top