ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে যে ১০টি অজানা তথ্য আপনাকে এতদিন কেউ জানায়নি

৩৯৪৫ পঠিত ... ০১:০১, এপ্রিল ১৯, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া নামটির সাথে আপনারা হয়তো পরিচিত। 'দ্যা ল্যান্ড অফ গ্যাঞ্জাম' বা 'পৃথিবীর যুদ্ধক্ষেত্র' বলা হয় জায়গাটাকে। কিন্তু পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই জায়গাটি নিয়ে এমন আরও ১০টি তথ্য রয়েছে, যেগুলো হয়তো আপনারা জানেন না। সত্যমিথ্যা বিবেচনা ছাড়াই তথ্যগুলো শুনে আসি চলুন। কেউ সন্দেহ হলেও অবিশ্বাস করার দুঃসাহস দেখাবেন না। এর আগে একজন তথ্যগুলো বিশ্বাস করেনি, তার এখন একটা পা...


১# ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা একসময় চীনদেশে যাতায়াত করত। তাদের থেকে বাঁচার জন্যই চীনেরা তাদের বিখ্যাত মহাপ্রাচীর তৈরি করে।

২# সূর্য সবার আগে ব্রাহ্মণবাড়িয়াতে আলো দেয়, তারপর বাকি সব জেলায়। একদিন আলো একটু লেটে আসায় সেখানে অনেকেই সূর্যের দিকে লাঠি-চাপাতি-ট্যাটা এসব ছুড়ে মারার পর এমন ভুল আর হয়নি...

৩# মারামারি বাংলাদেশের প্রধান সংস্কৃতি বলেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়৷

৪# ব্রাহ্মণবাড়িয়ায় বাচ্চা জন্ম নেয়ার ছয় মাস পরে তার মুখে ভাত দেয়া হয়। আট মাস পরে হাতে ট্যাঁটা (অস্ত্রবিশেষ)।

৫# বিশ্বের বাকি সব মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স হলেও, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বৈজ্ঞানিক নাম হোমো ভায়োলেন্স।

৬# বারমুডা ট্রায়াংগেল নামক জায়গায় কোনো প্লেন বা বস্তু আসলে সেটা গায়েব হয়ে যায়। জনশ্রুতি আছে সেগুলো ব্রাহ্মণবাড়িয়ায় ভালোভাবে খুঁজে দেখলে পাওয়া যাবে।

৭# নাসার বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর একটা জায়গায় একবার এলিয়েনরা নেমেছিল। পরে প্রচুর মারপিট খেয়ে ভেগে যায়। জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া বলেই বিজ্ঞানীদের তীব্র বিশ্বাস।

৮# ব্রাহ্মণবাড়িয়ার এক জার্মানি প্রবাসীই হিটলারের হাতে লাঠি তুলে দিয়ে তাকে রাশিয়া আক্রমণ করার পরামর্শ দিয়েছিলেন।

৯# অবসর কাটাতে পৃথিবীর সব জায়গার মানুষেরা ক্রিকেট ফুটবল লুডো ক্যারম খেললেও, ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা শুধুমাত্র সময় কাটাতেই মারামারি করে।

১০# ডায়নোসররা সারা পৃথিবীতে বিন্দাস ঘুরে বেড়াচ্ছিলো। ঘুরতে ঘুরিতে ব্রাহ্মণবাড়িয়া এসে উপস্থিত হয়। এবং অল্প কিছুদিনের মধ্যে নিজেরা নিজেরা মারামারি করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।

৩৯৪৫ পঠিত ... ০১:০১, এপ্রিল ১৯, ২০২০

Top