যেভাবে রেজাল্টের আগে এইচএসসি পরীক্ষার্থী শনাক্ত করবেন

১০৫৯ পঠিত ... ১২:৫৯, জুলাই ১৬, ২০১৯

আগামীকাল এইচএসসি পরীক্ষার রেজাল্ট। এসএসসি, এইচএসসি বা যেকোনো বোর্ড পরীক্ষার রেজাল্ট মানেই রেজাল্টের অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে অদ্ভুত কিছু লক্ষণ দেখা দেয়া। প্রচন্ড মানসিক চাপ, টেনশনের কারণে সাময়িকভাবে দেখা দেয়া কিছু এসব লক্ষণের ভিত্তিতে রেজাল্টের অপেক্ষায় থাকা পরীক্ষার্থী শনাক্তকরণ করা যায় সহজেই। এমনই কিছু লক্ষণ গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে খুঁজে বের করেছে eআরকি।

 

 

# নিয়মিত নায়লা নাঈম, আলিয়া ভাট, জ্যাকুলিন ফার্নান্দেজের ছবি শেয়ার দেয়া বা লাভ রিয়েক্ট করা ছেলেটির টাইমলাইনে এ সময়টায় এমন কোনো এক্টিভিটি দেখা যাবে না।

# শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে দেখলেই অ্যান্টেনা খাড়া হয়ে উঠবে। টেলিভিশনে তাকে দেখলে সে রেজাল্ট নিয়ে কিছু বলছে কিনা দেখবে, পত্রিকা তার ছবি ছাপা হলে পুরো নিউজ পড়বে রেজাল্ট নিয়ে কিছু বলছে কিনা দেখতে।

# প্রতিদিনই কোনো না কোনো রেস্টুরেন্টে চেক ইন দেয়ার যাদের অভ্যাস, এই সময়টায় তারা চেক ইন তো দূরের কথা, ফুডব্যাংক গ্রুপটাও লিভ করে থাকতে পারে।

# রাতে ঘুম কম হবে। অনেকেই সারা রাত জেগে অকারণে হোমপেজ স্ক্রল করতে থাকবে। তবে দিনের অধিকাংশ সময় তারা ঘুমিয়ে কাটাতে পারে। যেখানেই মাথা লাগানোর সুযোগ পাবে, সেখানেই ঘুমিয়ে পড়বে।

# মেসেজ সিন করা, রিপ্লাই করা, এবং চ্যাটিং এর হার কমে আসতে পারে।

# মাঝেমধ্যেই গল্পের বই হাতে বসে থাকতে দেখা যেতে পারে। তবে বই আদৌ পড়ছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে না। বই উল্টো করেও ধরা থাকতে পারে।

# টিভি দেখার ব্যাপারে অনভ্যাস থাকলেও, হুট করে টিভির প্রতি খুব মনোযোগী হয়ে উঠতে পারে। টিভিতে অনন্ত জলিলের সিনেমা থেকে শুরু করে মাহফুজুর রহমানের গান কিংবা কেকা ফেরদৌসির রান্নার অনুষ্ঠান যাই চলুক, চুপচাপ টিভির দিকে তাকিয়ে তা গিলতে দেখা যেতে পারে। টিভি তো ভালো জিনিস, মাঝেমধ্যে ঘড়ি বা দেয়ালের টিকটিকির দিকেও ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে দেখা যেতে পারে।

# স্ট্রেঞ্জার থিংস ফ্যানদের মধ্যে নতুন সিজন নিয়ে আগ্রহ অপেক্ষাকৃত কম দেখা গেলে বুঝতে হবে, তার সামনে এইচএসসি রেজাল্ট। এছাড়া এটা হতেই পারে না, অসম্ভব!

# আত্মীয় স্বজনের কথা শুনলেই হেঁচকি, খিঁচুনি, স্ট্রোক এধরণের ভয়ংকর লক্ষণ দেখা যেতে পারে। আত্মীয় স্বজনদের বাসা যে এলাকায়, তার ধারে কাছেও যাওয়া ব্যাপারে ভীত হয়ে উঠবে।

# মা-বাবার প্রতি ভয় কিঞ্চিৎ বেড়ে যেতে পারে। ভাত খাওয়ার জন্য ডাকলেও মনে হবে 'তোর খবর আছে' এ রকম কিছু বলতে ডাকছে।

# কেউ কিছু গিফট করলেও সহজে নিতে চাইবে না। শুধু বলবে, দোয়া চাই। আপনি হাতে টাকা গুজে দিলেও বলবে, ভাই দোয়া চাই শুধু। খালি দোয়া চাই।

# ডাব পড়া, পানি পড়া, তাবিজ ইত্যাদি জিনিসের প্রতি হুট করে বিশ্বস্ত হতে দেখা যেতে পারে।

# জুম্মার নামাযে নিয়মিত উপস্থিত হতে দেখা যাবে। ফজর বাদে অন্যান্য নামযগুলোতেও মসজিদে পাওয়া যেতে পারে। মোনাজাতের সময় একটু এক্সট্রা টাইম লাগতে পারে।

 

 

# এলাকার অতি মুরব্বি কাউকে দেখলে অনেককে দৌড়ে গিয়ে কদমবুচি বা সালাম করতে, কুশল বিনিময় করতে দেখা যেতে পারে। তাদের এমন দারুণ ব্যবহারে মুরব্বি রীতিমত মুগ্ধ হতে পারেন। যাওয়ার সময় কেউ কেউ 'আংকেল সামনে রেজাল্ট, দোয়া কইরেন' এমনও জানিয়ে যেতে পারে। কেউ কেউ কিছুই না বলে সালাম দিয়ে নীরবে প্রস্থান করতে পারে।

# এরা খেলার মাঠে উত্তেজিত হবে কম। আপনি ব্যাটিং, বোলিং না দিয়ে শুধু ফিল্ডিং করালে তাতেও রাজি। যেখানে রোদ পড়বে বেশি সেখানেও ফিল্ডিং করাতে পারবেন, কোন সমস্যা নাই। চাইলে নাসিরের মত পানিও টানাতে পারবেন।

# কোন শিক্ষক চোখের সামনে পড়লে তার প্রতিটি কথাই অতি মনোযোগ সহকারে নেবে। এমন বিস্ময়কর দৃশ্য কেউ আগে আর কখনও দেখেনি!

# কিছুটা রোগারোগা ভাব চলে আসবে। মুখ শুকনা হয়ে যাবে। চেহারা দেখলেই আপনার ভীষণ মায়া লাগবে।

# বাসার ছোট ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করবে।

# তবে ফেসবুক বা অনলাইনে ট্রল পেজ বা eআরকি মতো গ্যাগ সাইটগুলোতে বেশি সময় কাটাতে দেখা যাবে এবং এইচসএসসি নিয়ে কোন ট্রল করা হলে সেটায় লাইক না দিয়ে মন খারাপ করবে। 

১০৫৯ পঠিত ... ১২:৫৯, জুলাই ১৬, ২০১৯

Top